
The Truth Of Bengal : পিএসজিতে থাকাকালীন মেসি পিএসজি থেকে পর্যাপ্ত সম্মান পাননি সে কথা তিনি আগেই স্পষ্ট করেছেন। নেইমারও পিএসজিতে থাকাকালীন সম্মান তো পান্ইনি উপরন্ত তার সাথেও বারবার দুর্ব্যবহার করা হয়েছে। তাই মেসি নেইমার পিএসজি থেকে যাওয়ার সময় কার্যত রাগ ক্ষোভে ফেটে পড়েছিলেন। এমবাপের সঙ্গেও পিএসজি ভালো ব্যবহার করেনি। সে কথাও গতবার জানা গিয়েছিল। মেসি নেইমারের জুতোতে আর পা গলাননি এমবাপে। তিনি থেকেই গিয়েছিলেন। নজর দিয়েছিলেন খেলাতে।
পরিস্থিতির স্বাভাবিক করে মানিয়ে নিয়ে ছন্দে আবার খেলাও শুরু করেছিলেন। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে। সেই মেয়াদ এবছর জন্যই শেষ হতে চলেছে। তারপরে কি এমবাপে থাকবেন এবছর তা নিয়ে প্রশ্ন উঠছে। আগেই এমবাপে জানিয়ে দিয়েছেন, পিএসজিতে থাকাকালীন মেসি পর্যাপ্ত সম্মান পান নি। অগ্রজের পাশে এভাবে দাঁড়ালেন এমবাপে। এই কথা জানালেন তিনি। তবে এমবাপে ওই সাক্ষাৎকারের মেসি সম্বন্ধে বলার সময় বলেছেন মেসিকে তিনি মিস করছেন এবং ভবিষ্যতে মিস করবেন। তার জায়গা খুঁজছেন এভাবে এমবাপে।
এবার জুনে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চুক্তি পুনরনবীকরণ করবেন নাকি দল বদলাবেন তা দেখার অপেক্ষায় রয়েছে অনুরাগীরা। এ বিষয়ে যদি ও তিনি এখনো স্পষ্ট করে কিছু বলেননি। তবে রিয়াল মাদ্রিদের প্রতি তার একটা ঝোঁক রয়েছে বলে জানিয়েছেন। তো মরসুমে রিয়াল মাদ্রিদ খুব চেষ্টা করেছিল এমবাপেকে দলে নেওয়ার জন্য যদিও তিনি যান নি। কি করবেন তিনি তা এখনো স্পষ্ট নয়। পিএসজিতে থাকাকালীন অবস্থাতেই এমবাপে যে কথা বলেছেন তাতে হতবাক সকলে।
FREE ACCESS