মালয়েশিয়ার বিপক্ষে জয় না এলেও ভবিষ্যতে ভাল ফলের আশায় মানালো
Even if the win against Malaysia did not come, Manolo Márquez hopes for better results in the future

Truth Of Bengal: ইতিমধ্যে মানালো মার্কওয়েজের হাত ধরে চারটি ম্যাচ খেলে ফেলেছে ভারত। তার মধ্যে তিনটিতে ড্র এবং একটিতে হার ছাড়া অন্য কিছু জোটেনি মেন-ইন-ব্লুজদের কপালে। তবুও দলের এমন পারফরম্যান্সে একটুও বিচলিত নন এই অভিজ্ঞ স্প্যানিশ কোচ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানালো জানান, মালয়েশিয়ার বিপক্ষে আমরা জিততে না পারায় আমি কিছুটা হলেও হতাশ। তবে আমাদের সামনে একটাই লক্ষ্য সেটা হল এএফসি এশিয়ান কাপে ভাল ফল করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। আশাকরি আমরা সফল হব। এখনও আমাদের হাতে চার মাস সময় আছে। দেখা যাক কতদূর কি করা যায়। তবে এএফসি এশিয়ান কাপে সাফল্য পেতে আমাদের সকলের একত্রে চেষ্টা করে যেতে হবে।
মানালো আরও বলেন, আমার দলের সবচেয়ে ইতিবাচক দিক হল আমরা পিছিয়ে পড়েও সমতায় ফিরেছি। প্রতিপক্ষ দলের ওপর চাপও সৃষ্টি হয়েছে ভালই। আমার দলের রক্ষণভাগের খেলোয়াড়রাও যথেষ্ট ভাল ফুটবল খেলেছেন। এবং সবচেয় বড় কথা হচ্ছে সেটপিস মুভমেন্টেও ভাল উন্নতি হয়েছে বলে জানান গুরপ্রীত-আনোয়ারদের হেডস্যার। খেলায় শেষ মুহুর্তে যে কোনও দলই জেতার সুযোগ পেয়েছিল। কিন্তু আমাদের কপাল খারাপ, শুধু যে ওরাই সুযোগ পেয়েছিল তা নয়, আমরাও সুযোগ পেয়েছিলাম। কিন্তু তা কাজে লাগাতে পারিনি। তবে এই নিয়ে আমি অতিরিক্ত ভাবতে নারাজ।
পাশাপাশি মানালো এটাও জানান যে, মালয়েশিয়া ম্যাচের সঙ্গে কখনই মরিশাস বা সিরিয়া ম্যাচের তুলনা করা ঠিক হবে না। কারণ মালেয়শিয়া ওই দুই দলের থেকে অনেক শক্তিশালী দল। এই ম্যাচ থেকে আমরা আমাদের ভুল-ত্রুটি কোথায় আছে সেগুলি আরও ভাল করে দেখে নিয়েছি। এবং সেগুলি যে খুব শীঘ্রই শুধরে নেওয়ার বার্তাও দিলেন মানালো।
তাঁর আশা হাতে এখনও চার মাস সময় আছে। তার মধ্যেই আশাকরি সব ঠিক করে নেওয়া সম্ভব হবে। তবে আমি আমার দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি। পাশাপাশি জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে মাঠে নামা ইরফানের প্রশংসাও শোনা গেল মানালোর মুখে। তিনি জানান, ইরফান যথেষ্ট প্রতিভাববান একজন ফুটবলার। নিজেকে ধরে রাখতে পারলে আমার আশা ও ভবিষ্যতে তারকা ফুটবলার হয়ে উঠবে।