Euro 2024 : ক্যালোফিয়োরির আত্মঘাতী গোলে স্পেনের কাছে পরাজিত ইতালি, শেষ ১৬-য় স্পেন
Euro 2024: Calofiori's own goal defeats Italy, Spain in last 16

The Truth Of Bengal : ইউরো কাপে শেষ ১৬-র দৌড়ে ক্যালোফিয়োরির আত্মঘাতী গোলে স্পেনের কাছে পরাজিত হতে হল ইতালিকে। ম্যাচের ৫৫ মিনিটে এই আত্মঘাতী গোলের ফলে ইতালিকে পিছনে ফেলে দেয় স্পেন। প্রথমে বাঁ দিক থেকে বক্সে বল পাঠান নিকো উইলিয়ামস। হেড করলেও কোনও রকমে ছোঁয়া লাগে মোরাতার। ডোনারুমার গ্লাভসে লেগে বল দিক পরিবর্তন করে। আর সেই সময় ইতালি ডিফেন্ডার ক্যালাফিয়োরি পায়ে ধাক্কা খেয়ে বল গোলে ঢোকে। ক্যালোফিয়োরির আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় স্পেন। এই ম্যাচে দু’পক্ষ ছিল শক্তিশালী। প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণে খেলা এগোচ্ছিল। এবারের এই ইউরো প্রতিযোগিতায় স্পেন ও ইতালি দু-দলই জয় দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছিল। অন্যতম সেরা দুই দলের লড়াই ছিল এদিন। এদিনের লড়াই ছিল কোন দল আগে শেষ ১৬ পৌঁছাবে। আর এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আত্মঘাতী গোলের কারণে স্পেনের কাছে পরাজিত হতে হল ইতালিকে। শেষ ১৬-তে আগে পৌঁছে গেল স্পেন। এই ম্যাচের আগে পর্যন্ত এবছর ৪ ম্যাচে অপরাজিত স্পেন। তারমধ্যে তিনটি জয় পেয়েছে এবং একটি ড্র।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের শুরু থেকেই স্পেনের পাসের ঝড়ে ব্যস্ত থাকতে হয় ইতালি ডিফেন্সকে। প্রথমার্ধ গোলশূন্যভাবে ছিল ম্যাচ। তবে শুরু থেকেই আক্রমণের ঝাঁজ চালিয়ে গিয়েছে স্পেন। আর সেই ঝাঁজেই নিজেদের ভুলে দ্বিতীয় অর্ধে জালে বল ঢোকে ইতালির। ম্যাচের প্রথম অর্ধের শেষ মুহূর্তে হলুদ কার্ড দেখেন স্প্যানিশ মিডফিল্ডার রড্রি। এর আগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। আবারো তাকে হলুদ কার্ড দেখতে হল। গ্রুপের শেষ ম্যাচে আলবেনিয়ার বিরুদ্ধে কার্ড সমস্যায় মাঠে নামাতে পারবেন না তিনি।
শুরুতেই গোল খেতে গিয়ে একপ্রকার রক্ষা পায় ইতালি। ম্যাচের ২৫ মিনিটে রুইজের চকিত শট প্রায় বল ইতালির গোলে ঢুকে গিয়েছিল। ইতালির অধিনায়ক তথা দলের গোলকিপার ডোনারুমা সে যাত্রায় রক্ষাকর্তা হয়ে দাঁড়ান। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে তাঁকেই মনে করা হয়। প্রথমার্ধে ৪টি জোরালো শট ছিল স্পেনের। এর মধ্যে দুটি দুর্দান্ত সুযোগ। যেকোনো একটিতে গোল হয়ে যেতে পারতো। সে যাত্রাতেও রক্ষা পায় ইতালি।
ইতালি কোচ স্পালেত্তি দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করেন। জর্জিনহো এবং ফ্রাত্তেসির পরিবর্তে ব্রায়ান ক্রিস্তান্তে ও আন্দ্রে ক্যামাবিয়াসো মাঠে নামান। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই রড্রিকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন দেখতে হয় ব্রায়ান ক্রিস্তান্তেকে। স্পেনের পাসের ঝড় চলতেই থাকে। এত চাপ সহ্য করতে করতে একপ্রকার ক্লান্ত হয়ে ওঠে ইতালি। আর তাতেই হয়ে যায় বড় ভুল। আত্মঘাতী গোলে ম্যাচ হারতে হয় ইতালিকে।