এনদ্রিকের জোড়া গোলে কোপা দেল-রোতে জয় রিয়ালের
Enrique scores twice to help Real Madrid win Copa del Rey

Truth Of Bengal: মাত্র কয়েকদিন আগেই স্প্যানিস সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে পর্যুদস্ত হতে হয়েছিল কার্লো আনসেলত্তির রিয়াল মাদ্রিদকে। সেই হারের দুঃখ ভুলে বৃহস্পতিবার কোপা দেল-রোর গুরুত্বপূর্ণ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। বার্সার কাছে যে ব্যবধানে এমবাপ্পেদের হারতে হয়েছিল, সেই একই ব্যবধানে অর্থ্যাৎ ৫-২ গোলেই সেল্টা ভিগোকে পরাজিত করল কার্লো আনসেলত্তির দল।
এই ম্যাচে রিয়ালকে প্রথম এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। ম্যাচের বয়স তখন ৩৭ মিনিট। এরপর আনসেলত্তির দল দ্বিতীয় গোলের সন্ধান পায় ম্যাচের ৪৮ মিনিটে। এবার রিয়ালের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। এর মাঝে ম্যাচের ৮৩ মিনিটে জোনাথান বাম্বা গোল করে সেল্টা ভিগোর হয়ে ব্যবধান কমান। তবে এই ম্যাচের যাবতীয় নাটক ঘটতে থাকে ম্যাচের অতিরিক্ত সময়ে।
এই সময়েই রিয়ালের জালে বল জড়িয়ে সেল্টাকে সমতায় ফেরান মার্কোস আলানসো। এবং তারপরই যেন শুরু হল মাদ্রিদ সাইক্লোন। একে একে রিয়ালের হয়ে জোড়া গোল করে স্কোরশিটে নাম তুললেন এন্দ্রিক। অপর একটি গোল ভালভার্দে-র। এই ম্যাচেই জোড়া গোল করে দলের জয়ের পাশাপাশি নতুন নজিরও গড়লেন এন্দ্রিক। রিয়ালের জার্সি গায়ে পঞ্চম খেলোয়াড় হিসাবে অতিরিক্ত সময়ে জোড়া গোল করলেন তিনি।