খেলা

অনেক হয়েছে, এবার ধোনি অবসর নিক: ইন্দুভূষণ রায়, প্রাক্তন ক্রিকেটার

Enough has happened, now Dhoni should retire: Indubhushan Roy, former cricketer

Truth Of Bengal: চলতি আইপিএল-এ আমাকে সবচেয়ে অবাক করেছে চেন্নাই দলের পারফরম্যান্স। কেন জানি না চেন্নাইয়ের দলটি দেখেই আমার মনে হয়েছিল এবারের চেন্নাই দলে সাফল্য পাওয়া খুব কঠিন ব্যাপার। হলও ঠিক তাই। কেননা একটা দল তখনই ভাল পারফরম্যান্স করতে পারে, যখন তাঁর দল নির্বাচন থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু চেন্নাই এবারের মেগা নিলামেই অন্যদের থেকে অনেকটা ব্যাকফুটে ছিল। ফলে প্রতিটা ম্যাচে ওদের খারাপ পারফরম্যান্স হওয়াটা স্বাভাবিক।

একটু খেয়াল করলে দেখা যাবে চেন্নাই দলে ম্যাচ উইনার হিসাবে যাঁদের নেওয়া হয়েছিল তাঁরা সবাই কিন্তু ব্যর্থ। কি ব্যাটিং, কি বোলিং। সুতরাং একটা দলের দুই বিভাগই যদি ক্রমাগত ব্যর্থ হয় তাহলে কোনও দলই গোটা টুর্নামেন্টে ভাল ফল করতে পারে না। চেন্নাই দলেও তাই হয়েছে। রাচীন রবীন্দ্রা প্রথমে ছন্দে থাকলেও, যত দিন গড়িয়েছে ততই যেন নিজের ছন্দ হারিয়ে ফেলেছেন। একই অবস্থা জাড্ডুর-ও।

ফলে বাংলায় একটা প্রবাদ আছে, দুষ্ট সঙ্গের থাকতে থাকতে ভাল ছেলেও নষ্ট হয়ে যায়। সেইরকম অবস্থায় হয়েছে জাড্ডু এবং রাচীন-র ক্ষেত্রে। ওদের ওপর অতিরিক্ত ভরসা করেছিলেন টিম ম্যানেজমেন্ট। কিন্তু যেহেতু ওরা ফর্মে নেই। ফলে বাকি যাঁরা আছেন, তাঁদের পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয়। একমাত্র নবাগত ক্রিকেটার হিসাবে আয়ুশ কিছুটা চেষ্টা করছেন বটে। তবে তা কাজে লাগছে না।

অপর দিকে চেন্নাইয়ের মত একই অবস্থা সানরাইজার্স হায়দরাবাদের-ও। কামিন্স বাহিনীর দলও দুজন ওপেনার ব্যাটারের ওপর এত বেশি নির্ভর করে ফেলেছিলেন যে বলার কিছুই নেই। অভিষেক শর্মা ও ট্রাভিস হেড প্রতিটা ম্যাচেও মেরে খেলতে গিয়েই বিপদ বাড়িয়েছেন দলের। কেন এটা করতে চাইছেন বোঝা গেল না। ফলে দলকে ভুগতে হয়েছে প্রতিটা ক্ষেত্রে। এটা ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর আঘাত পড়ে। রান না পেলে মানসিক চাপ বাড়ে। চেন্নাইয়ের বিপক্ষেও তার ব্যতিক্রম হল না।

এবার আসছি মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গে। ধোনি একজন গ্রেট ক্রিকেটার। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু মাথায় রাখতে হবে সবাইকার একটা সময় থাকে অবসর নিয়ে জুনিয়রদের সুযোগ করে দেওয়ার। ধোনি-ও তার ব্যতিক্রম নয়। চলতি আইপিএল-এ ধোনির পারফরম্যান্স সেটা বার বার প্রমাণ করে দিয়েছে।

একের পর এক ম্যাচে ধোনি ব্যর্থ হচ্ছেন। কাজেই আমার মনে হয় ধোনির এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে নতুন করে দেওয়ার আর কিছু নেই। এবার জুনিয়রদের সুযোগ করে দিক। সম্মান থাকতে থাকতে সরে যাক। এটা ভাল হবে। না হলে ওর মতো একজন ক্রিকেটারকে অপমান নিয়ে সরাটা ক্রিকেটের ভাল বিজ্ঞাপন হতে পারে না।

Related Articles