খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের হ্যাটট্রিক ইংল্যান্ডের, গ্রুপের শীর্ষে থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা

England suffers hat-trick of losses in Champions Trophy, South Africa reaches semis from top of group

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তবুও নিয়মরক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে হয়েছিল বাটলারদের। কিন্তু সেই ম্যাচেও জয় অধরা থাকল তাঁদের। শনিবার সাত উইকেটে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হারের হ্যাটট্রিক করে বিদায় নিল ইংল্যান্ড। অপর দিকে গ্রুপের শীর্ষে থেকেই শেষ চারে জায়গা পাকা করল প্রোটিয়ারা।

সাদা বলের ক্রিকেটে একটা সময় বিশ্ব ক্রিকেটে ত্রাসের সঞ্চার করেছিল ইংল্যান্ড। কিন্তু বর্তমানে সেই ইতিহাস এখন অতীত। ২০১৯ এবং ২০২২ সালে একদিনের বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করার পর মাত্র দুই বছরের মধ্যে সেই দলের এই হাল দেখে হতাশ আপামর ক্রিকেটপ্রেমীরা।

শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে কোনও ইংল্যান্ড ব্যাটারই মাথা তুলে সেইভাবে প্রতিরোধ গড়ে তলুতে পারেননি। সদ্য অধিনায়কের পদ থেকে ইস্তফা দেওয়া বাটলার-ই করলেন সর্বোচ্চ ৩৭ রান। তারপর আর্চার ২৫ ও ডুকেট ২৪ রান করলেন। বাকিরা আর কেউই সেইভাবে রান পেলেন না। ফলে ৩৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৭৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৯.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ভ্যান ডার ডুসেন সর্বোচ্চ ৭২ রান করেন। এবং ৬৪ রান করেন ক্লাসেন। এই দুজনের কাঁধে ভর করেই জয়ের সরণিতে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। রবিবার এ গ্রুপের অপর ম্যাচে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। সেই ম্যাচেই নির্ধারণ হবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে কোন দেশ।

Related Articles