খেলা

টানা দ্বিতীয়বার ইউরো ফাইনালে ইংল্যান্ড

England in the Euro final for the second time in a row

The Truth of Bengal: টানা দ্বিতীয়বার ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড। এবার ইউরো জিতে ইতিহাস গড়তে চাইবে সাউথগেট বাহিনী। অপরদিকে স্পেন এবার জিতে ইউরোর ইতিহাসে সবচেয়ে সফলতম দল হতে চাইবে। বার্লিনে রবিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্পেন। দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। কোন দল শিরোপা নিজের নামে করবে তা সময়ই বলবে। পরপর দু’বার ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড। এই প্রথমবার বিদেশের মাটিতে কোনও টুর্নামেন্টের ফাইনালে গেল থ্রি লায়নরা।

যাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভের সীমা ছিল না, যাঁর দিকে বিয়ারের কাপ ছুড়ে মারা হয়েছিল, সেই গ্যারেথ সাউথগেটের মাস্টারস্ট্রোকে এবার ফাইনালে ইংল্যান্ড। আট বছর ধরে বারবার সমালোচনায় জর্জরিত হতে হয়েছে। ব্রিটিশ মিডিয়া পান থেকে চুন খসলেই শূলে চড়িয়েছে তাকে। তবে FA আস্থা হারায়নি তার উপর থেকে। ধারাবাহিকভাবেই তারই প্রতিদান দিয়ে চলছেন গ্যারেথ সাউথগেট। ৫৩ বছরের সাউথগেটের অধীনে ইংল্যান্ড টানা দ্বিতীয়বারের মতো পৌঁছে গেছে ইউরোর ফাইনালে।

ডর্টমুন্ডে সুপার সাব ওলি ওয়াটকিনস যোগ করা সময়ে অসাধারণ গোল করে ডাচদের হৃদয় ভেঙে ইংল্যান্ডকে নিয়ে যান বার্লিনের ফাইনালে। অপরদিকে সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে অপ্রতিরোধ্য স্পেন। বার্লিনে রবিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্পেন। দুই দলই এখন পর্যন্ত অপরাজিত তবে স্পেন জিতেছে টানা ৬ ম্যাচ। শুরু থেকেই প্রশংসা কুড়াচ্ছে স্পেন, আর ইংলিশদের সঙ্গী সমালোচনা। গত আসরে ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্ন ভাঙে ইংল্যান্ডের।

Related Articles