খেলা

বরুণের স্পিনের জাদুতে ১৭১ রানেই শেষ ইংল্যান্ড

England finished with 171 runs thanks to the magic of Varun's spin

Truth Of Bengal: রাজকোটেও বল হাতে জ্বলে উঠলেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব। ব্যাট করতে নেমেই ফিল সল্টের উইকেট হারায় ইংল্যান্ড। মাত্র ৫ রান করেই সল্টকে প্যাভেলিয়নের পথ দেখান হার্দিক। এরপর ডুকেটের সঙ্গে জুটি বাঁধেন দলনেতা বাটলার। এই দুজন ঝড়ো গতিতে দলের রান তোলার চেষ্টা শুরু করেন। ফলে কিছুটা সময় যেন নিজেদের ছন্দ থেকে হারিয়ে গিয়েছিলেন ভারতীয় বোলাররা।

তবে তা বেশিক্ষণ স্থায়ী হল না। বাটলারকে ২৪ রানের মাথায় আউট করে বরুণ বুঝিয়ে দিলেন এই ম্যাচেও তাঁকে যথেষ্ট সমীহই করতে হবে ইংল্যান্ড ব্যাটারদের। তার প্রমাণও রাখলেন তিনি। ঝুলিতে পুড়ে নিলেন পাঁচ পাঁচটি মূল্যবান উইকেট। বাটলারের পর এই ম্যাচে বরুণের শিকার হলেন স্মিথ, ওভারটন, কার্সে এবং আর্চার। দুটি উইকেট নেন অভিজ্ঞ হার্দিক। অক্ষর ও রবি বিষ্ণোই নেন একটি করে উইকেট।

৪৩৪ দিন পর ফের চোট সারিয়ে জাতীয় দলের এই ম্যাচে প্রথম মাঠে নেমেছিলেন পেসার মহম্মদ শামি। কিন্তু রাজকোটে তাঁকে শূণ্য হাতেই থামতে হল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৭১ রান।

Related Articles