মঙ্গলবার ডুরান্ডের সেমিতে নামছে ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট ম্যাচ নিয়ে কী বলছেন কোচ কুয়াদ্রাত
East Bengal vs North East United match Preview

The Truth Of Bengal: কাল, মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে চলা ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসে টগবগ করা শরীরী ভাষা ধরা পড়ছে ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে। ফাইনালে ওঠার ম্যাচ নিয়ে লাল-হলুদ কার্লোস কুয়াদ্রাত বলেন, ‘নর্থ ইস্ট ইউনাইটেড বেশ শক্তিশালী দল। ওরা দারুণ খেলছে। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজেয়। দলের তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণই ওদের প্রতিদ্বন্দ্বী ইউনিট বানিয়েছে। আমাদের জন্য এই ম্য়াচ চ্যালেঞ্জিং হতে চলেছে। কোয়ার্টার ফাইনালে গোকুলামের বিরুদ্ধে একটা দুরন্ত লড়াইয়ের পর আমরা জিতেছি। আমি আত্মবিশ্বাসী ভালই কিছুই করব আমরা সেমিফাইনালে ‘
গোকুলাম কেরালাকে হারিয়ে সেমিফাইনালে খেলছে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে দুই দলের ফুটবলারদের মধ্যে রয়েছে অদম্য জেদ, কিছু ভালো করে দেখানোর তাগিদ। অভিজ্ঞতা ও তারুণ্যের একটা মিশেল। কুয়াদ্রাতের মতে, ”কোয়ার্টার ফাইনালে গোকুলামকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে হারানোর পরে আমরা সেমিফাইনালে পৌঁছেছি। আমাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত। ওদের দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। যার ফলে দলটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের জন্য ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছি।”
কুয়াদ্রাতের শিক্ষায় বদল ঘটেছে ইস্টবেঙ্গলের। লড়াই শেষ না হওয়া পর্যন্ত মাঠ থেকে হাল ছাড়ে না লাল হলুদের দল। পাঞ্জাব ও গোকুলাম কে হারিয়ে শেষ চারে পৌঁছেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার রয়েছে লাল হলুদের ম্যাচ।কুয়াদ্রাতের চমকের অপেক্ষায় ইস্টবেঙ্গল এর ভক্তরা।