খেলা

মহমেডানের বিপক্ষে ম্যাচে কিছুটা হলেও এগিয়ে ইস্টবেঙ্গলই : কৃষ্ণেন্দু রায়

East Bengal slightly ahead in match against Mohammedan: Krishnendu Roy

Truth Of Bengal: আইএসএল-এ বেশ কয়েক বছর ধরে খেললেও সাফল্য এখনও অধরাই থেকে গিয়েছে ইস্টবেঙ্গলের। চলতি আইএসএল-এর আসরে এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। এই অবস্থায় আগামী শনিবার যুবভারতীতে তাঁদের প্রতিপক্ষ মহমেডান। যাঁরা এবারই প্রথম আইএসএল-ও অংশগ্রহণ করে একটি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে। তবুও এই ম্যাচে কিছুটা হলেও ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়।

শনিবারের ম্যাচ প্রসঙ্গে কৃষ্ণেন্দু জানান, ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচে আমি কিছুটা হলেও এগিয়ে রাখব লাল-হলুদ ব্রিগেডকে। তার কারণ হল, ওঁরা সদ্য ভুটানে আন্তজার্তিক ম্যাচে ভাল খেলে এসেছে। আমার মনে হয় এই আত্মবিশ্বাসটাই এবার আইএসএলের মঞ্চে দেখা যাবে। কেননা দলটার মূল সমস্যা হচ্ছিল গোল না পাওয়া। এখন সেই হারানো আত্মবিশ্বাসটা অনেকটাই বাডি়য়ে নিয়েছেন সৌভিক-আনোয়াররা। ফলে মানসিকতার দিক থেকে মহমেডান খেলোয়াড়দের পিছনে ফেলবেন তাঁরা। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের বাড়তি অ্যাডভান্টেজ হল দীর্ঘদিন ওরা আইএসএল-র মঞ্চে খেলছে। কাজেই মাঠের বাইরের গুরুত্বপূর্ণ এই দুটো বিষয়েই কিছুটা হলেও প্রতিপক্ষকে টেক্কা দেবে লাল-হলুদ। আর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় স্বস্তি হল দিয়ামান্তাকস, তালাল, ক্রেসপোরা ক্রমশ ছন্দে ফিরছে। এটাই ধরে রাখতে হবে। তাহলে আমার মনে হয় সাফল্য আসতে বাধ্য।

তবে ইস্টবেঙ্গলকে জিততে গেলে অবশ্যই ফরোয়ার্ডদের পাশাপাশি নিজের ডিফেন্স লাইনআপকে অসাধারণ খেলতে হবে। কেননা প্রতিটা ম্যাচেই দেখা যাচ্ছে ডিফেন্সের ফাঁক-ফোঁকড়। দুই সাইড ব্যাকের পাশাপাশি, ডিপ ডিফেন্ডারদের মধ্যেও সেটা লক্ষ্য করা যাচ্ছে। অস্কারের উচিত ম্যাচের আগে সেই ভুল শুধরে তবেই ডিফেন্ডারদের আক্রমণে আসার নির্দেশ দেওয়া।

অন্য দিকে মহমেডান নতুন আইএসএল-র মঞ্চে এলেও চের্নিশভের ছেলেরা প্রথম দিকে কিন্তু খুব একটা খারাপ খেলেনি। আসলে ওঁদের অভিজ্ঞতাটা খুবই কম। যার জন্যই পিছিয়ে পড়ছেন কাশিমভ, ফ্রাঙ্কারা। যত দিন যাবে এই লম্বা লিগে অভিজ্ঞতাও বাড়বে ওঁদের। এটাকেই পরবর্তীকালে কাজে লাগাতে হবে মহমেডান খেলোয়াড়দের। তাহলে সাফল্যর মুখ দেখবে মহমেডানও। তবে সব শেষে আমি চাইব মাঠে এই দুই দলের লড়াই হোক হাড্ডাহাড্ডি। যেই জিতুক, তার জন্যই আগাম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে।

Related Articles