ছোটদের ডার্বিতেও মোহনবাগানের কাছে ধরাশায়ী ইস্টবেঙ্গল
East Bengal is caught by Mohun Bagan in the junior derby as well

Truth Of Bengal: ডার্বিতে যেন জয়টা ভুলেই গিয়েছে লেসলি ক্লডিয়াস সরণীর শতাব্দী প্রাচীন ক্লাবটি। সে ছোটদের হউক, কিংবা বড়দের। ডার্বি হলেই স্কোরবোর্ডে জয় হিসাবে জ্বল জ্বল করতে থাকে মোহনবাগানের নাম। সোমবারও তার ব্যতিক্রম হল না। অনূর্ধ্ব-১৫ ছোটদের ইউথ লিগে চির প্রতিদ্বন্দ্বী দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করল সবুজ-মেরুনের ছোটরা। সবুজ-মেরুনের হয়ে স্কোরশিটে নাম তুললেন রূপম মণ্ডল, তনয় বৈরাগী এবং সঞ্জু শিকদার।
এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে আঞ্চলিক পর্যায়ে গ্রুপ চ্যাম্পিয়ন-র খেতাব জয় করল মোহনবাগানের ছোটরা। তবে অনূর্ধ্ব-১৭ এলিট লিগের ডার্বি ম্যাচে জয় পায়নি সবুজ-মেরুন। সেই ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।
সোমবার রিয়ালেন্স ফাউন্ডেশনের অনু্র্ধ্ব-১৫ ডার্বি ম্যাচে প্রাধান্য বজায় রেখেছিল মোহনবাগান। তার ফলে জয় পেতে কোনও অসুবিধা হয়নি। আঞ্চলিকভাবে কার্যত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেলেও সবুজ-মেরুনের এখনও একটি ম্যাচ বাকি আছে। সেই ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি।