খেলা

আগে বিরাট – শামি গড়ছেন নজির, আবার কি ভারত বিশ্বকাপ জিতবে ?

Earlier, Virat-Shami is setting a precedent, will India win the World Cup again?

The Truth Of Bengal : ভারত কি বিশ্বকাপ জিতবে ? এ প্রশ্ন সকলের । উত্তর পাওয়া যাবে ফাইনাল ম্যাচের দিন । গোটা দেশ এখন উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে ।‌ মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া । ২০২৩ যেন রেকর্ড গড়ার সময় । কারণ  বিরাট গড়েছেন  একাধিক নজির । পঞ্চাশ তম সেঞ্চুরি  করে মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকরকে টপকে গেলেন কিং কোহলি। সেঞ্চুরি সংখ্যায় এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০তম সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড অর্জন করলেন বিরাট।

যার রেকর্ড ভেঙে এদিন নিজেকে মহাউচ্চতায় নিয়ে গেলেন বিরাট, এদিন ওয়াংখেড়ের মাঠে হাজির ছিলেন সেই শচীন তেন্ডুলকর। নতুন সম্রাটকে তিনি জানালেন কুর্নিশ। এই জায়গায় পৌঁছতে কম সাধনা করতে হয়নি বিরাটকে। মাঝখানে অনেক খারাপ সময় এসেছে। প্রায় তিন বছর তিনি সেঞ্চুরি পাননি। ১২ বছর পর বিশ্ব জয়ের হাতছানি রয়েছে  ভারতের সামনে ।  এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে নজির গড়েন মহম্মদ শামি ।

তবে  বিরাট কোহলির ইনিংসকে ব্যাখ্যা করার ভাষা খুঁজে পাচ্ছেন না সমর্থকেরা ।  বিশ্বরেকর্ডের মৌতাত নেওয়ার মাঝে এখন অন্য কিছু ভাবতে নারাজ বিরাটপ্রেমীরা। ভুল বললাম ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘ জার্নি। এক এক করে পার করেছেন এক একটি মাইল স্টোন। আজ পৌঁছে গেলেন রেকর্ডের এভারেস্টে। যেখানে আর কেউ নেই। একাই রাজত্ব করছেন বিরাট। বিশ্বকাপের মহামঞ্চে বিশ্বরেকর্ড করলেন বিরাট কোহলি। ফাইনালেও এমন রেকর্ড গড়ুক বিরাট রোহিতরা এমনটাই চান সমর্থকেরা।

 

FREE ACCESS

Related Articles