বিশ্বকাপের পর হেড কোচ থাকছেন না দ্রাবিড়, বড় ঘোষণা জয় শাহের
Dravid will not be the head coach after the World Cup, Jay Shah's big announcement

The Truth of Bengal: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বদল হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ । এ বছর জুন মাস পর্যন্ত রাহুল দ্রাবিড়ের চুক্তি রয়েছে বোর্ডের সঙ্গে। তারপর নতুন করে নিয়োগ করা হবে , কে হবেন নতুন কোচ তা এখনো স্পষ্ট নয় তবে বোর্ড সচিব জয় শা জানিয়েছেন চাইলে রাহুল দ্রাবিড় ফের আবেদন করতে পারেন। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানা গিয়েছে।
নতুন কোচের সঙ্গে লম্বা চুক্তি করতে চাইছে বোর্ড। যিনি কোচের পদে আসবেন তার সঙ্গে তিন বছরের চুক্তি করা হবে । অর্থাৎ নতুন কোচের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকবে। ফের ২০২৭ সালের রয়েছে ওডিআই বিশ্বকাপ সেই বিষয়টাকে মাথায় রেখেই বোর্ডের তরফ থেকে কোচ নির্ধারণ করা হবে। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে দেশ বাসীর ট্রফির ইচ্ছা পূরণ না হ্ওয়ায় হতাশ হয়েছে দেশবাসী। কাপ জয়ের সুযোগ থাকলেও তা অধরায় থেকেছে। দ্রাবিরের সামনে ছিল মহা সুযোগ ।যা হয়নি ।
উল্লেখ্য রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণের পরেও ভারত ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল হেরেছিল। তারপর এশিয়া কাপ জিতে নতুন স্বপ্ন দেখেছিল ২০২৩ এর ওডিআই বিশ্বকাপ জেতা। যা পূরণ হয়নি। হেরেছে টিম ইন্ডিয়া। তার পরে থমথমে মুখে সাংবাদিকদেরকে তিনি জানান , তাঁর সমস্ত মনোযোগ ছিল টুর্নামেন্টের দিকে। ভবিষ্যতে কী করবেন তা নিয়ে তিনি ভাবেননি বলেই আগে জানিয়েছিলেন। তবে তার সামনে ফের সুযোগ রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ হিসেবে যোগ দেওয়ার এমনটাই জানিয়েছেন বোর্ড সচিব। এবার রাহুল দ্রাবির কি করবেন সেটাই দেখার বিষয়।