খেলা

বিরাটকে নিয়ে মুখ খুললেন দ্রাবিড়

Virat-Dravid

The Truth of Bengal: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটো সিরিজে খেলবে না বিরাট কোহলি। তার ফলে বেশ চাপের মুখে পড়তে হবে টিম ইন্ডিয়াকে। বিরাট কোহলি না থাকায় তার জায়গায় কোন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয় তবে জল্পনা চলছে। আর  এবার রাহুল দ্রাবিড় তিনি বললেন, গোটা দলই ওকে মিস করবে। তবে নতুন নতুন খেলোয়াররা সুযোগ পাবে নিজেদেরকে মেলে ধরার।

তাদেরকে ভালো খেলতে হবে এমনটাই মন্তব্য করেছেন রাহুল দ্রাবিড়। বিরাট কোহলির না থাকায় দলের ওপরে বেশ ভালো রকম প্রভাব পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রথম দুটো টেস্টে তিনি খেলবেন না , পরের  যে তিনটে টেস্ট রয়েছে সেই টেস্টে বিরাট ফিরবেন বলেই জানা গিয়েছিল।এর আগেও একাধিকবার একাধিক খেলা থেকে  নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। এ ক্ষেত্রে তিনি কেন নিজেকে সরালেন তা স্পষ্ট নয় ।

এ বিষয়ে তিনি মুখ খোলেননি। তবে বিরাট না থাকায় নতুন ক্রিকেটাররা নিজেদেরকে মেলে ধরার যে সুযোগ পাবেন তা যেমন উল্লেখ করেছেন রাহুল দ্রাবিড় তার পাশাপাশি তাদেরকে যে ভালো খেলতে হবে। এবং নিজেদেরকে প্রমাণ করতে হবে এ কথাও তার বক্তব্যে উঠে আসে।  দলকে যে ভাল খেলতে হবে তা বলতে গিয়ে তিনি বলেন , কোহলির শূন্যস্থান পূরণ করা সম্ভব হবে না। তবুও তার মাঝে দলকে  চেষ্টা করতে হবে ভাল খেলার।

Related Articles