খেলা
Trending

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জোকোভিচ

Djokovic in the fourth round of the French Open

The Truth Of Bengal: ফ্রেঞ্চ ওপেনে  ১৫ বছরের ছোট প্রতিপক্ষের কাছে এদিন হারের মুখ থেকে কোনক্রমে জয়ের সরণীতে ফিরেছেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনে এদিন নোভাক জোকোভিচের প্রতিপক্ষ ছিল ইতালির লরেনঞ্জো মুসেত্তি । প্রথম সেটে তুমুল লড়াই হলেও ৭-৫ গেমে প্রতিপক্ষ কে  হারান জোকোভিচ। দ্বিতীয় সেটে  লড়াই গড়ায় টাইব্রেকারে। তারপরের সেটে দুই  গেমে জোকোভিচ  আরো পিছিয়ে পড়েন ।

২-৬ ব্যবধানের ফলে  পিছিয়ে পড়েন গত বারের চ্যাম্পিয়ন। তবে ধরে নেওয়া যায় যে খেলা তখন ছিল মাঝ গগনে কারণ তার পরেই চতুর্থ সেটে ঘুরে দাড়ায় জোকোভিচ । ৬-৩ ব্যবধানে জিতে সমতায় ফেরানোর চেষ্টা করেন, পরে অবশ্য ৬-০ ব্যবধানে একেবারে উড়িয়ে দেন মুসেত্তিকে । ১৫ বছরের ছোট প্রতিপক্ষ এদিন যেভাবে জোকোভিচকে কঠিন লড়াইয়ের মুখে রেখেছিলেন তা তিনি  খুশি ।   মুসেত্তিকে প্রশংসা , অভিনন্দন জানিয়েছেন জোকোভিচ । এদিন ২২ বছরের তরুণ একটা অবিশ্বাস্য ম্যাচ উপহার দিয়েছে বলে জানিয়েছেন জোকোভিচ ।

তিনি আরো জানান জয়ের খুব কাছেই ছিল মুসেত্তি। ৪ ঘন্টা ২৯ মিনিটের লড়াইয়ের পর ফরাসি ওপেনের শেষ ১৬য় জায়গা করে নিলেন এই টেনিস তারকা। তবে এবার চতুর্থ রাউন্ডে তাকে খেলতে হবে আর্জেন্টিনার প্রতিযোগীর বিপক্ষে। যদিও সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া অবশ্য মেলেনি জোকোভিচের কাছ থেকে। তবে এদিন পাঁচ সেট মিলিয়ে দুই প্রতিযোগীর মধ্যে যে স্নায়ুর উত্থান পতন হয়েছে তা একেবারে স্পষ্ট সমর্থকদের মধ্যে। লড়াই এদিন পেন্ডুলামের মত দুলতে থাকে। অবশ্য শেষে জয় নিশ্চিত করে কোর্ট ছাড়েন সার্বিয়ান তারকা।

 

 

Related Articles