
The Truth Of Bengal : সমস্ত জল্পনার অবসান। অবশেষে ইমামি ইস্টবেঙ্গলে প্রায় চূড়ান্ত হয়ে গেলেন গ্রিক ফুটবলার দিমিত্রিয়স ডায়মান্টাকোস। বিগত কয়েক সপ্তাহ ধরেই তাকে নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও, নতুন মরশুমের তাঁকে লাল-হলুদ জার্সিতে দেখা যাবে।
লাল-হলুদ জার্সি পড়া এখন খালি সময়ের অপেক্ষা ডায়ামান্টাকোসের। গ্রিক এই স্ট্রাইকারকে দলে নিতে মরশুম শেষ হওয়ার আগেই ডায়ামান্টাকোসের এজেন্টের সাথে আলোচনা শুরু করে ইষ্টবেঙ্গল কর্তৃপক্ষ। সূত্রের খবর মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর বেশ সন্তুষ্ট লাল-হলুদ শিবির। ১২ ই জুন ট্রান্সফার উইন্ডো খোলার পরই কলকাতার লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাবে যোগ দেবেন তিনি। এখনো পর্যন্ত জানা যাচ্ছে দুই বছরের চুক্তিতেই ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন ডায়ামান্টাকোস। কেরালা ব্লাস্টারের হয়ে ১৭ ম্যাচে ১৩ গোল করে আইএসএলের ২০২৩-২৪ মরশুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, আগত দুই মরশুমে খেলার জন্য প্রায় ৮ কোটি টাকার বিনিময়ে লাল-হলুদ জার্সি পড়তে চলেছে এই ফুটবলার। দিমিত্রিওস ডায়মান্টাকোসের উপস্থিতি ইষ্টবেঙ্গল দলের আক্রমণভাগকে যে অনেকটাই শক্তিশালী করবে তা নতুন করে বলার অপেক্ষায় রাখে না।
একসময় জল্পনা ছড়িয়েছিল যে ইস্টবেঙ্গলের অফার কে ফিরিয়ে দিয়ে মুম্বাই সিটি এফসিতে সই করতে চলেছেন ডায়ামান্টাকোস। কিন্তু অবশেষে সব জল্পনার অবসান ঘটতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে পরের মরশুমে লাল হলুদ জার্সিতেই খেলতে দেখা যাবে ডায়ামান্টাকোসকে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ হিজাজী মাহেরের সাথে চুক্তি বাড়িয়েছে। শোনা যাচ্ছে সল ক্রেসপো এবং ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভার সাথেও চুক্তি বাড়ানো হয়েছে। এই মরশুমে আরো শক্তিশালী দল বানাতে ইষ্টবেঙ্গল কর্তৃপক্ষ দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের সাথে পঞ্জাব এফসি থেকে মেহেদি তালালকেও দলে নিতে চলেছে।