নতুন নজির গড়লেন ডি মারিয়া, টপকে গেলেন লিওনেল মেসিকে
Di Maria sets new record, surpasses Lionel Messi

Truth Of Bengal: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বেনফিকা। ম্যাচ জয়ের পাশাপাশি এক নতুন নজির গড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া। ঠিকানা লেখা গোলের পাস বাড়ানোর ক্ষেত্রে তিনি টপকে গেলেন জাতীয় দলে তাঁরই অধিনায়ক লিওনেল মেসিকে।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগে ডি মারিয়া মোট ৪১টি গোলের পাস বাড়িয়েছেন। মোনাকোর বিপক্ষে বেনফিকার জার্সিতে বৃহস্পতিবারের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলারটি। ইতিমধ্যে বেনফিকার হয়ে ১৬টি ম্যাচে আটটি গোল হয়ে গিয়েছে তাঁর। অ্যাসিস্ট রয়েছে পাঁচটি।
অ্যাসিস্টের ক্ষেত্রে ডি মারিয়ার পরই ৪০টি অ্যাসিস্ট করে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। এবং তালিকায় সবার শীর্ষস্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সিআর সেভেনের থেকে অ্যাসিস্টের ক্ষেত্রে ডি মারিয়ার পার্থক্য খুবই কম। আর একটি মাত্র অ্যাসিস্ট করতে পারলেই ডি মারিয়া ছুঁয়ে ফেলবেন সিআর সেভেনকে।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগে এখন অবধি ডি মারিয়া খেলেছেন ১২২টি ম্যাচ। সেখানে মেসি খেলেছেন ১৬৩টি ম্যাচ। আর পর্তুগিজ তারকা খেলেছেন ১৮৩টি ম্যাচ। সুতরাং মেসির থেকে অনেক কম ম্যাচ খেলে এলএম টেনকে টপকে গেলেন ডি মারিয়া।