হচ্ছেনা জরিমানা-শাস্তি, তবুও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলার স্বপ্ন শেষ বাগানের
Despite the lack of fines and punishments, Bagan's dream of playing in the AFC Champions League 2 is still alive

Truth of Bengal: একদিকে ভাল, অন্যদিকে খারাপ খবর মোহনবাগান সমর্থকদের জন্য। ভাল খবর হল- ইরানে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে যেহেতু মোহনবাগান ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ ম্যাচ খেলতে ট্রাক্টর এফসির বিরুদ্ধে যায়নি, সেই বিষয়টিকে বিবেচনা করে এএফসি মোহনবাগান সুপার জায়ান্টকে কোনও জরিমানা বা নির্বাসনের শাস্তি দিচ্ছে না।
তবে খারাপ খবর হল- চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে মোহনবাগানের নাম তুলে নেওয়ার বিষয়টিকেই এখনও মান্যতা দিচ্ছে এএফসি। সেই সিদ্ধান্ত এখনও বহাল থাকবে স্পষ্ট জানিয়ে দিল এএফসি। ফলে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর স্বপ্ন শেষ এই বছরের মতো।
প্রসঙ্গত ইরানের ক্লাব ট্রাক্টর এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচে খেলতে যায়নি মোহনবাগান নিরাপত্তার জন্য। ইজরায়েলি হানায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নিহত হন। ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক জারি হয়। নিরাপত্তাজনিত বিষয়টি এএফসি, এআইএফএফ আর ভারতের বিদেশমন্ত্রককে জানায় মোহনবাগান। বিদেশমন্ত্রকের পূর্ণ আশ্বাস ছাড়া ইরানে খেলতে যেতে রাজি হয়নি সবুজ-মেরুন।
মোহনবাগানের ৩৫ জন ফুটবলার সই করে টিম ম্যানেজমেন্টকে জানান, সুরক্ষার অভাবে তাঁরা কেউ ইরানে খেলতে যেতে চান না। এএফসিকে মোহনবাগান জানিয়ে দেয় ইরানে খেলতে যাওয়া ভীষণ ঝুঁকিপূর্ণ। বিদেশমন্ত্রকের তরফ থেকেও কোনও সবুজ সংকেত আসেনি। ম্যাচটা অন্যত্র বা পিছিয়ে দেওয়ার জন্য আর্জি জানায় মোহনবাগান। তবে তাঁদের দাবি মানা হয়নি। এরপরই এএফসির শৃঙ্খলারক্ষা কমিটি পুরো বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত জানাল।