খেলা

ফুলহ্যামের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করল ১০ জনের লিভারপুল

Despite falling behind against Fulham, 10-man Liverpool drew

Truth Of Bengal: শনিবার ইপিএল-এর ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল মুখোমুখি হয়েছিল ফুলহ্যামের। এই ম্যাচে ১০ জনের লিভারপুলকে পেয়ে ম্যাচে জয় পেল না ফুলহ্যাম। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হল ২-২ গোলে। ম্যাচ ড্র করেও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানই ধরে রাখলেন মহম্মদ সালাহ-রা।

ম্যাচের ১১ মিনিটে ফুলহ্যামকে এগিয়ে দেন আন্দ্রেস পেরেইরা। এর রেশ কাটতে না কাটতেই আর্নে সল্টের বিপদ আরও বাড়িয়ে দিলেন অ্যান্ড্রু রবার্টসন। তিনি লাল কার্ড দেখে বাইরে যেতেই ১০ জনে হয়ে পড়ে লিভারপুল।

১০ জনে হয়ে গেলেও আক্রমণ থেকে সরে আসেনি লিভারপুল। যার ফলস্বরূপ ৪৭ মিনিটে গাকপোর করা গোলে সমতায় ফেরে তারা। বিরতির পর আবার এগিয়ে যায় ফুলহ্যাম। ৭৬ মিনিটের মাথায় রড্রিগো মুনিজ গোল করে ফুলহ্যামের হয়ে ব্যবধান বাড়ান। তবুও সেই গোল ধরে রাখতে পারল না ফুলহ্যামের ফুটবলাররা। ৮৬ মিনিটের মাথায় লিভারপুলকে ফের সমতায় ফেরান পর্তুগিজ ফুটবলার দিয়াগো জটা।

ম্যাচ ড্র করলেও পয়েন্ট টেবিলে স্থানের কোনও হেরফের হল না। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানই ধরে রাখল সল্টের দল। অপর দিকে ফুলহ্যাম রইল নয় নম্বর স্থানে। তাদের সংগ্রহ ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট।

Related Articles