টিম ইন্ডিয়াতে ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ঈশান , গেলেন মন্দিরে
Desperately trying to return to Team India, Ishan went to the temple

The Truth Of Bengal: সামনেই টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফর। জল ঘোষণা না হলেও ভিতরে ভিতরে প্রস্তুতি চলছে। প্রস্তুতি চলছে ঈশান কিষাণের ও। না তিনি শুধু মাঠে নয় মন দিয়েছেন পুজোতেও। তিনি এবার গেলে শ্রী সমাধি মন্দিরে পুজো দিতেন। শিব পূজাতে এবার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ঈশান কিষান। ইশান কিষাণ নিজেই নিজের ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করেছেন।
18 জুলাই , অর্থাৎ আজ ঈশানের জন্মদিন । সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো করেছিলেন। 26 বছর বয়সী ইশান কিশান বর্তমানে টিম ইন্ডিয়া থেকে দূরে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে দল থেকে বাদ পড়ার পর আর ফিরতে পারেননি তিনি।
যুবরাজ সিং পিছনের এই পুজো দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন’ওম সাই রাম’ লিখেছেন। সাদা শার্ট সঙ্গে গলায় নামাবলী কপালে তিলক নিয়ে নিশান মন্দিরের বাইরে থেকে যে ছবি তুলেছেন তা পোস্ট করেছেন সোশ্যাল সাইটে । সবকিছুর মধ্যে একটা প্রশ্ন রয়েছে তিনি ফিরছেন কবে টিম ইন্ডিয়াতে।
View this post on Instagram
তবে ঘরোয়া ক্রিকেট খেলেও ঈশান টিম ইন্ডিয়াতে ফিরতে পারবেন কিনা তা বলা মুশকিল। এর আগে মুম্বইয়ের মাঠ থেকে ঈশান কিষানের অনুশীলনের ছবিও উঠে আসছে ক্রমাগত। ঈশান কিশানের এই অতুলনীয় পরিশ্রমের একটাই উদ্দেশ্য – টিম ইন্ডিয়াতে ফিরে আসা। তবে তার আগে ঘরোয়া ক্রিকেট শুরুর অপেক্ষায় রয়েছেন তিনি। তার মাঝেই সকাল সকাল পুজো দিলেন