খেলা

ডার্বির আগেই নিজেদের সুস্থ করে তুলতে মরিয়া বাগানের দিমি ও স্টুয়ার্ট

Desperate to recover before the derby, Bagan's Dimi and Stuart

Truth Of Bengal: আর কয়েকটা দিন বাদেই ডার্বি ম্যাচ। এর মধ্যে আর কোনও ম্যাচ নেই মোহনবাগান সুপার জায়ান্টের। তাই রবিবার অনুশীলনে ছুটি দিয়েছিলেন বাগান কোচ মোলিন। কিন্তু সহকারী কোচের তত্ত্বাবধানে অনুশীলন করলেন শুধুমাত্র দিমিত্রি পেত্রাতস ও গ্রেগ স্টুয়ার্ট।

বিগত বেশ কয়েকটা ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি স্টুয়ার্ট। দিমিত্রিও চোটের কারণে দলের বাইরে ছিলেন আগের ম্যাচে। কাজেই ডার্বির আগে নিজেদের সম্পূর্ণ সুস্থ করে তুলতে মরিয়া বাগানের দুই হার্টথ্রব। ১১ তারিখ ডার্বি ম্যাচ। সেই ম্যাচে দিমি ও স্টুয়ার্ট থাকা মানেই দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাওয়া। পাশাপাশি এই দুই ফুটবলার মাঠে নামা মানেই চাপ থাকবে প্রতিপক্ষের ওপর।

এটা ভালই জানেন বাগান কোচ-সহ দুই ফুটবলারই। তাই ডার্বির আগে নিজেদেরকে সুস্থ করে তোলার চেষ্টার কোনও ত্রুটি রাখছেন তাঁরাও। তবে দিমি ও স্টুয়ার্টকে ডার্বি ম্যাচে মোলিনা ব্যবহার করবেন কি না তা অবশ্য সময়ই বলবে।

Related Articles