
Truth Of Bengal : অবশেষে বিসিসিআইয়ের নতুন সচিবের নাম ঘোষণা করা হল। জয় শাহের ছেড়ে যাওয়া আসনে এবার বসতে চলেছেন দেবজিৎ সইকিয়া। রবিবার এই ঘোষণা করা হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে।
প্রসঙ্গত, জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে যোগ দেওয়ায় বিসিসিআইএর সচিব পদের আসনটি খালি হয়। তারপর থেকেই নানা নাম শোনা যাচ্ছিল। এমনকি এই তালিকায় ছিলেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা প্রয়াত অরুন জেটলির পুত্র রোহন জেটলি ও সিএবির বর্তমান প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের নামও। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলেন দেবজিৎ সইকিয়া।
কেননা বোর্ডের সচিব পদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দেখা গিয়েছিল সচিব পদে কেবলমাত্র মনোনোয়ন জমা দিয়েছেন দেবজিৎ সইকিয়া। সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনি যে বোর্ডের পরবর্তী সচিব হতে চলেছেন সেই বিষয় একপ্রকার নিশ্চিতই ছিল। শুধু বাকি ছিল বোর্ডের শীলমোহর। রবিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সেই দেবজিতের নামের পাশেই পড়ল শীলমোহড়।
দেবজিৎ সইকিয়ার পাশাপাশি বোর্ডের নতুন কোষাধক্ষ্যের নামও এদিন ঘোষণা করা হল। তিনি হলেন প্রভতেজ সিং ভাটিয়া। দেবজিতের মতো তিনিও বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন।
প্রসঙ্গত, দেবজিৎ সইকিয়া এতদিন বোর্ডের যুগ্ম সচিব পদের দায়িত্ব সামলেছেন। এবার তিনি সচিব পদে দায়িত্ব নেওয়ার পর যুগ্ম সচিবের পদটি শূন্য হয়ে গেল। এখন দেখার দেবজিৎ সইকিয়ার ছেড়ে যাওয়া আসনে কে বসেন।