সপ্তাহখানেকের জন্য স্থগিত রাখা হল প্রয়াত কিংবদন্তী ফুটবলার মারাদোনার মৃত্যু মামলা
Death case of late football legend Maradona adjourned for a week

Truth Of Bengal: প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়াগো আর্মান্দো মারাদোনার মৃত্যুর জন্য মামলা দায়ের হয় তাঁর চিকিৎসার কাজে যুক্ত থাকা মোট সাতজন চিকিৎসকের বিরুদ্ধে। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কিংবদন্তী ফুটবলারের মৃত্যু মামলা নিয়ে। সংবাদসংস্থা সূত্রে খবর, মারাদোনার মৃত্যু মামলায় একজন বিচারপতির নিরেপক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায়, এই মামলার বিচারকাজ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।
বিশেষ সূত্রের খবর, এই মামলায় বিবাদীপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, ওই বিচারক এই মামলা নিয়ে বানানো একটি তথ্যচিত্রের সঙ্গে জড়িত, যেটা তাঁর নিরপেক্ষ থাকার বিষয়টি লঙ্ঘন করে। এ ছাড়া ঘুষ ও অবৈধ মাদক কেনাবেচায়ও এই বিচারকের সম্ভাব্য প্রভাব রাখার অভিযোগ তোলা হয়। সে কারণেই আদালত বিচার প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দেন। এই বিষয়ে কৌঁসুলি প্যাট্রিসিও ফেরারি জানান, ‘খুব গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ইস্যু সমাধানে’ বিচারকার্যের এই বিরতি ঘোষণা।’
এর পাশাপাশি বিবাদীপক্ষের দুই আইনজীবী বিচারক হুলিয়েতা মাকিনটাচের বিরুদ্ধে আপত্তি তুলে দুই মাসব্যাপী এই বিচারকার্য থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়ার দাবিও তুলেছেন। মাকিনটাচের বিরুদ্ধে আরও অভিযোগ, আদালতকক্ষে ক্যামেরা প্রবেশ করিয়ে বিচারপ্রক্রিয়ার ছবিও তুলেছেন তিনি, যা আর্জেন্টিনায় একেবারেই নিষিদ্ধ।
আইনজীবীদের এই অভিযোগ, মাকিনটাচ আইন লঙ্ঘন করেছেন কি না এবং করলেও কোন কোন বিষয়ে তিনি তা লঙ্ঘন করেছেন সেসব এখন তদন্ত করে দেখবে কৌঁসুলিদের দফতর।
এই প্রসঙ্গে মঙ্গলবার আদালতকে মাকিনটাচ জানান, ‘তিনি সবার ভাবনার কারণ বুঝতে পারছেন। আমার নিরপেক্ষতা নিয়ে আমি নিশ্চিত। এবং যদি আমাকে নিয়ে কোনওরকম সন্দেহ তৈরি হয় তাহলে আমি এই বিচার প্রক্রিয়া থেকে সরে দাঁড়াব।’