২০২১ এ ক্রিকেটকে আলভিদা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের ,অবশেষে সামনে এলো কারণ
De Villiers' Reason for Retirement From Cricket in 2021 Has Finally Come to Light

The Truth Of Bengal: অবসর নিয়েছেন আগেই । কিন্তু কারণ কী ? তা স্পষ্ট ছিল না কারোর কাছে । দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি খেলোয়াড় ডি ভিলিয়ার্স অবসর নেওয়ার পর বিনা মেঘে বজ্রপাত হয়েছিল ক্রিকেট বিশ্বে । এতদিন পর তা পরিস্কার হলো ।চোখে কম দেখার কারণে ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় অবসর নিতে বাধ্য হয়েছিলেন । এক চোখ হয়ে গিয়েছিল অকেজো ।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ও আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ডিভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেছেন আগেই । তবে কেন তিনি ক্রিকেট থেকে অবসর নিলেন সেই উত্তর ছিল না সমর্থকদের কাছে । কেন 22গজকে টাটা করলেন ,? জানা গেছে অবশেষে । শারিরীক সমস্যার কথা তুলে ধরেছেন তিনি । বিশেষত তার চোখের কথা । তাঁর ডান চোখের রেটিনা সরে গিয়েছিল। যে কারণে তাঁর দৃষ্টিশক্তিও কমে গিয়েছিল । সেকারণে বাইশ গজ থেকে ব্যাট বল তুলে রেখেছেন । এর আগে সাবেক ট্যুইটার তথা এক্সে এক ভিডিও মারফত ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলে তিনি। সকলকে কাঁদিয়ে অবসর নেওয়ার কারণ অবশেষে জানা গেল । ক্রিকেট বিশ্বে রীতিমতো বিনা মেঘে বজ্রপাত হয়েছিল । কেউ ঘুণাক্ষরেও তাঁর অবসরের টের পাননি।
২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ডিভিলিয়ার্সের নেতৃত্বে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে ৯৬-এর গড়ে ৪৮২ করেছেন তিনি। তার খেলা যেন সবসময় কথা বলে কারণ আক্রমণাত্মক মেজাজে ক্রিকেট খেলেন তিনি । অবশেষে জানা গেছে , তার সন্তান তার চোখে লাথি মেরেছিল । সেকারণে কম দেখতেন । তার পরেও বেশ কিছু ম্যাচে অবলীলায় খেললেও শেষ পর্যন্ত হার মানতে হয় । অবসর নেন । আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১৮ সালে । ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান তিনি। ৩৭ বছর বয়সে অবসর নিয়েছিলেন এই তারকা । তার পর নিজের সাদাকালো ছবি এক্সে পোষ্ট করে বলেছিলেন , আমার যাত্রাটি চমৎকার ছিল, কিন্তু এখন আমি ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তখনো কারণ বলেননি । কি কারণে অবসর তা অস্পষ্ট থাকলেও । ধীরে ধীরে জানা গেল চোখের সমস্যার জন্য্ই অবসর ।
Free Access