
Truth Of Bengal: ২০২৬-এর বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে লাতিন আমেরিকা গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার কাছে হারতে হয়েছিল ব্রাজিলকে। তারপরই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল চারিদিকে। এমনকি তিনি বরখাস্ত হতে পারেন বলেও খবর ছড়িয়েছিল। অবশেষে সেই ধারণাই সত্য প্রমাণিত হল। দরিভালকে ব্রাজিল কোচের হটসিট থেকে সরিয়ে দেওয়া হল। এই খবর নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
ওই বিবৃতিতে বলা হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, দরিভাল আর ব্রাজিল দলের কোচের পদে নেই। আগামী দিনের জন্য তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছে ফেডারেশন। ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গো ও সাওপাওলোর হয়ে সাফল্যের জন্যই ব্রাজিলের কোচের পদে বসেন দরিভাল।
কিন্তু এরপর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে হার দরিভালকে ব্রাজিল কোচের হট সিট থেকে সরিয়ে দিল। সেলেকাওদের কোচ হিসাবে দরিভাল ১৬টি ম্যাচে ৭টি জয় এবং ৭টি ড্রয়ের পাশাপাশি ২টি ম্যাচে হারের মুখও দেখেছে তাঁরা। অপর দিকে বিশ্বকাপ বাছাইয়ের ১৪ ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও ৫টি হারে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে।
সূত্রের খবর, দরিভালের বিদায়ের পর এবার কোচ হিসাবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনসেলত্তির নাম। যদি একান্ত তাঁকে না পাওয়া যায়, তাহলে ব্রাজিল কর্তারা চাইছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে দায়িত্ব দিতে। এখন কে ব্রাজিলের কোচের হটসিটে বসেন, তাই নিয়েই চলছে জোড় আলোচনা।