খেলা

পর্তুগিজ কামানে গুড়িয়ে গেল ড্যানিস ডিনেমাইট

Danish Dynamite was destroyed by Portuguese cannons

Truth Of Bengal: রবিবার নেশন লিগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছিল ডেনমার্ক। প্রথম ম্যাচে ডেনিসদের কাছে হারের জ্বালা এই ম্যাচে মিটিয়ে নিলেন পর্তুগিজরা। ম্যাচের ফল ৫-২। দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল দাঁড়াল ৫-৩ ব্যবধানে।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দলকে জয় এনে দেবেন বলে কথা দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি কথা রাখলেন। দেশকে শুধু ম্যাচই জেতালেন না, পাশাপাশি করলেন একটি গোলও। ম্যাচের প্রথমার্ধের ৩৮ মিনিটে পর্তুগাল প্রথম এগিয়ে যায় অ্যান্ডারসনের আত্মঘাতী গোলে।

এরপর ৫৬ মিনিটে খেলায় সমতায় ফেরান ডেনিসরা। তবে এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডেনমার্ক। ৭২ মিনিটে সিআর সেভেন পেনাল্টি থেকে গোল করে ফের ব্যবধান বাড়িয়ে নেন। আবার ৭৬ মিনিটে ডেনিসদের সমতায় ফেরান সেই এরিকসেন। নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হতে তখন আর বাকি মাত্র ৪ মিনিট। সেই সময় পুর্তগালের হয়ে ব্যবধান বাড়ালেন ফ্রান্সিসকো।

এরপর ৯১ মিনিটে আবার গোলের খাতা খুললেন তিনি। অবশেষ অতিরিক্ত সময়ে পর্তুগালের হয় গোল করেন ব্যবধান বাড়িয়ে ডেনিস ডিনেমাইটকে চূর্ণ করে দেন গনকালো রেমস। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে নেশন কাপের শেষ চারে খেলার ছাড়পত্র আদায় করে নিল পর্তুগাল।

অপর ম্যাচে ইতালির সঙ্গে ৩-৩ গোলে ম্যাচ শেষ করল জার্মানি। যেহেতু প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছিলেন জার্মানরা। সেই সুবাদে শেষ চারে জায়গা পাকা করে নিল তাঁরাও। জার্মানির হয়ে দ্বিতীয় গেলে গোল করেন জসহুয়া, মুসিয়ালা এবং কেলিন।

অন্য দিকে স্পেন বনাম নেদারল্যান্ডসের ম্যাচটিও শেষ হয় ৩-৩ গোলে। প্রথম পর্বে এই দুই দলের ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে। তারপরই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করেন স্প্যানিশরা। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় স্পেন।

Related Articles