
The Truth of Bengal: কানাডার ড্যানিয়েল ম্যাকগাহে এবার অবসর ঘোষনা করলেন । আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার খেলোয়াড় । তবে আইসিসির তরফে নিষেধাজ্ঞা জাড়ি করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন । সোশ্যাল সাইটে অবসরের কথা জানিয়েছেন । আইসিসি যদি ট্রন্সজেন্ডার দের উপর নিষেধাজ্ঞা জাড়ি না করতো তাহলে বাংলাদেশের বিপক্ষে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার হতেন তিনিই ।
তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া থেকে কানাডায় এসেছিলেন তার পর ২০২০ সালের নভেম্বরে পুরুষ থেকে মহিলাতে পরিবর্তিত হয়েছিলেন। যদিও ২০২১ সালের মে মাস থেকে তার চিকিৎসা শুরু হয় । সোশ্যাল সাইটে ড্যানিয়েল লাখেছেন , তিনি আইসিসির এই সিদ্ধান্তে এক মত নন । তিনি আরো বলেন , আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সমতার জন্য যে লড়াই শুরু হয়েছে তা বন্ধ হবে না। আমাদের খেলাধুলোর অধিকার আছে।
আমদের সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলারও অধিকার আছে। আমরা কারুর নিরাপত্তাহীনতার কারণ হতে পারি না। পরবর্তী ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের জন্য মে তিনি লড়বেন তা একেবারেই স্পষ্ট । আইসিসির যে নতুন নিয়ম , সেখানে বলা হয়েছে , বলা হয়েছে, কোনও পুরুষ পরিণত বয়সে পৌছে যাওয়ার পর তিনি লিঙ্গ পরিবর্তন করে মহিলাদের ক্রিকেটে খেলতে পারবেন না। এই বয়সে পুরুষের লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত চিকিৎসা বা অস্ত্রোপচারকে মান্যতা দেবে না আইসিসি।
Free Access