ব্যাটিং ব্যর্থতা ভোগাচ্ছে সিএসকে-কে, ১৭ বছরের আয়ূষকে ডাকা হল ট্রায়ালে
CSK is suffering from batting failure, 17-year-old Ayush has been called up for trial

Truth Of Bengal: আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। ‘থালাইভা’ মহেন্দ্র সিং ধোনির স্পর্শে আইপিএল শুরু থেকেই সিএসকে এক অনন্য দল। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন তারা। তবে এবার কিছুটা হলেও বেসামাল দেখাচ্ছে দক্ষিণের দলটিকে। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা প্রকট এবার।
অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড এখনও সে অর্থে সাফল্যের মুখ দেখেননি। রাচিন রবীন্দ্র প্রথম ম্যাচে দাগ কাটলেও পরবর্তী দু’টিতে ব্যর্থ। টপ অর্ডারের পাশাপাশি ব্যর্থতার সরণীতে মাঝের সারির ব্যাটাররাও। মাহি এখন শেষ তিন ওভারের ব্যাটার বলে বিশেষজ্ঞদের মত। ৪৪-এ এসে তাঁর পক্ষে সম্ভব নয় আগে নেমে ম্যাচ ফিনিশ করা। এসবের ফলশ্রুতিতে প্রথম তিনটি ম্যাচের মধ্যে দু’টিতেই হেরেছে তারা। এবার তাই ব্যাটিং শক্তি বাড়াতে আইপিএলের মাঝেই ১৭ বছরের ক্রিকেটার আয়ূষ মাত্রেকে ট্রায়ালের জন্য ডেকেছে তারা।
আইপিএলের মহা নিলামে আয়ূষ নাম লেখালেও অবিক্রিত ছিল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির অধীনে রাজকোটে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য আঞ্চলিক শিবিরে ছিল আয়ূষ। ডাক পাওয়ার পর সেখান থেকেই চেন্নাই উড়ে গিয়েছে সে। এক ওয়েবসাইটে চেন্নাইয়ের শীর্ষকর্তা কাশী বিশ্বনাথন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘হ্যাঁ, আমরা ওকে ট্রায়ালে ডেকেছি। আমাদের স্কাউটেরা ওর খেলায় খুশি। এখনও দলের কেউ চোট পায়নি। যদি কখনও দরকার হয়, বদলি কাউকে নেওয়া যাবে। আমরা এখনই আয়ূষকে দলে নিচ্ছি না। ওকে স্রেফ ট্রায়ালে ডাকা হয়েছে।’
সদ্য সমাপ্ত রঞ্জি মরসুমে মুম্বইয়ের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান করেছে কিশোর আয়ূষ। আট ম্যাচে দু’টি শতরান-সহ করেছে ৪৭১ রান। গ্রুপ পর্বে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান রয়েছে তার। শেষবার ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফির সেমি ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে খেলেছিল মুম্বইয়ের আয়ূষ।
দুই ইনিংসে রান ছিল যথাক্রমে ৯ এবং ১৮। লাল বলের ক্রিকেটে সাফল্য পেলেও এখনও পর্যন্ত রাজ্য বা অন্য কোনও দলের হয়ে টি-২০ অভিষেক হয়নি আয়ূষের। ফলে আইপিএলে সে কতটা সাফল্য পাবে সেটা এখনও অজানা। এখন দেখার চলতি আইপিএলে সিএসকে জার্সি তার গায়ে ওঠে কি না।