
The Truth Of Bengal: সিরিজ জেতার পর ভারতীয় টিমের ক্রিকেটাররা চলে গিয়েছিলেন মহাকালেশ্বর শিব মন্দিরে। ভোরবেলা যে ভস্ম আরতি হয় তা দেখার জন্য রওনা দিয়েছিলেন তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর , জিতেশ শর্মা ও রবি বিষ্ণোই। পুজোও দেন তারা সকলে ।
সিরিজ জেতার আনন্দে ভারতীয় টিমের ক্রিকেটাররা মাঝ রাতে ইন্দোর ছাড়লেন । সোজা চলে গেলেন উজ্জয়িনী মন্দিরে। সেখানে মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি দেখলেন চার ভারতীয় ক্রিকেটার। ছিলেন তিলক বর্মা , ওয়াশিংটন সুন্দর , জিতেশ শর্মা , রবি বিষ্ণোই। তারা ভস্ম আরতি দেখার জন্য সেই রাতেই রওনা দিয়েছিলেন। আরতি দেখার পাশাপাশি পুজো দেন তারা। তাদের ছবি সোশ্যাল সাইটে বেশ ভাইরাল হয়েছে। একেবারে ভক্তরা যেখানে বসে আছেন তাদের সঙ্গেই এই চারজনকে দেখা গেছে । ভক্তরা এই তারকা খেলোয়াড়দের ছবি তুলতে ভোলেননি । মন্দিরের নিয়ম মেনেই পোশাক পরতে হয়েছিল সকলকে। তবে কেন তারা হঠাৎ এই পুজো দিতে গেলেন তার কারণ জানা যায়নি, সামনের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে ভালো পারফর্ম করার জন্যই পুজো দিতে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।
প্রতি সোমবার সকালে বিশেষ পুজো করা হয় এই মন্দিরে। সেকারণেই তাদের ছুটে যাওয়া বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার ভারতীয় ক্রিকেটারদের ওই মন্দিরে যাওয়া দেখা গেছে । বিরাট অনুষ্কা এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন । মহাকাল মন্দিরে গিয়েছিলেন ভারতের আর এক তারকা ক্রিকেটার লোকেশ রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি।
Free Access