মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে ক্রিকেটার
Cricketer dies in eternal sleep after suffering heart attack on field

Truth Of Bengal: মাঠে উপস্থিত ক্রিকেটাররা ঘুণাক্ষরেও কেউ টের পাননি। যে এইরকম এক মর্মান্তিক ঘটনার সাক্ষি থাকতে হবে তাঁদেরকে। কিন্তু বাস্তবে হল এটাই। ঘটনাস্থল ঔরাঙ্গাবাইমরান প্যাটেলদের গারওয়ারে স্টেডিয়াম। বৃহস্পতিবার ক্লাবস্তরের একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল এই স্টেডিয়ামে। মুখোমুখি হয়েছিল লাকি বিল্ডার্স ডেভলপার ও ইয়ং একাদশ। ম্যাচে লাকি বিল্ডার্স দলের ব্যাট করতে নেমেছিলেন ইমরান প্যাটেল নামের এক ব্যাটসম্যান। ষষ্ঠ ওভারে দু দুটো বাউন্ডারিও হাঁকান তিনি। কিন্তু তাঁরপরই বুকে এবং কাঁধে ব্যথা অনুভব করতে থাকেন ইমরান।
এরপরই ঘটে মর্মান্তিক ঘটনাটি। শারীরিকভাবে অসুস্থতা বোধ করতে থাকেন এই ব্যাটসম্যানটি। মাঠে থাকা আম্পায়ারদেরকে জানিয়ে মাঠ ছাড়ার অনুমতিও নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটারটি। কিন্তু শেষরক্ষা আর হল না। মাঠেই চির ঘুমের দেশে লুটিয়ে পড়লেন ইমরান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ইমরানকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
ইমরানের এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল। তাঁর সতীর্থ খেলোয়াড় নাসির খান সাংবাদিকদের জানান, ইমরানকে কখনও অসুস্থ মনে হয়নি। ওঁ ক্রিকেট খেলাকে খুব পছন্দ করত। ইমরানের এই আকস্মিক প্রয়াণ আমাদের সকলকে খুব কষ্ট দিয়েছে। ইমরানের এই আকস্মিক প্রয়াণ যে তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না বলেও জানান নাসির। ক্রিকেটকে ইমরান এতটাই ভাল বাসতেন, যে নিজের একটি ক্রিকেট দলও ছিল। এই মুহূর্তে ইমরানের পরিবারে বর্তমান রয়েছেন তাঁর স্ত্রী ও চার কন্যা। মৃত ইমরান জুসের দোকানে কাজ করেই সংসার চালাতেন বলেই জানা গিয়েছে।