খেলা

বুমরার বোলিংয়ের প্রশংসায় ভাসলেন ক্রিকেট বিশেষজ্ঞরা থেকে স্ত্রী সঞ্জনাও

Cricket experts, including wife Sanjana, praise Bumrah's bowling

Truth of Bengal: পার্থে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে দুই দলই শেষ করেছে তাদের প্রথম ইনিংস। আর এই প্রথম ইনিংসেই বল হাতে দূরন্ত ছন্দে দেখা গেল ভারতীয় পেসার, তথা এই ম্যাচের অধিনায়ক যশপ্রীত বুমরাকে।ভারতীয় পেসার মাত্র ১৮ ওভার বল করে ঝুলিতে পুড়ে নিলেন পাঁচটি উইকেট। মূলত তাঁর বোলিংয়ের কাছে কার্যত নতজানু হয়ে পড়ে তাসের ঘরের মত ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ।

এরপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুমরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ধারাভাষ্যকাররা। তাঁরা এই মুহূর্তে ভারতীয় দলের এই পেসারের সঙ্গে তুলনা করেছেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার প্রয়াত ম্যালকম মার্শালের সঙ্গেও। এই প্রসঙ্গ উল্লেখ করে তাঁরা লেখেন, অস্ট্রেলিয়ার মাটিতে বুমরার এই দূরন্ত বোলিং যেন মনে করাচ্ছে প্রয়াত ক্যারিবিয়ান পেসার ম্যালকমকে। হর্ষ ভোগলে লেখেন, বুমরার বল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বুঝেই উঠতে পারছেন না। সত্যিই বুমরা আমাদের গর্ব।

এই তালিকায় পিছিয়ে ছিলেন না যশপ্রীত বুমরার সহধর্মীনীও। সোশ্যাল মিডিয়ায় বুমরাপত্নী সঞ্জনার বার্তায় প্রকাশ পেয়েছে আবেগ ও ভালবাসা। প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর লেখেন, এই মুহূর্তে বুমরার যা ছন্দে রয়েছেন তাঁকে খেলা একপ্রকার অসম্ভব।

Related Articles