২০২৬ বিশ্বকাপে নিষিদ্ধ নন সিআর সেভেন, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি
ফলে আগামী বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই বিশ্বকাপ ফুটবলে খেলতে পারবেন আল-নাসের তারকা।
Truth Of Bengal: অবশেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভক্তদের জন্য খুশির খবর। এমনকি হাঁফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পর্তুগাল ফুটবল ফেডারেশনের কর্তারাও। আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ থেকেই পুর্তগালের হয়ে খেলতে পারবেন সিআর সেভেন ভক্তরা। কেননা পর্তুগিজ তারকার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। এমনটাই জানিয়েছে ফিফা। ফলে আগামী বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই বিশ্বকাপ ফুটবলে খেলতে পারবেন আল-নাসের তারকা।
উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড় ও’শেয়ারকে কনুই মারার কারণে লাল কার্ড দেখে এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন পর্তুগিজ তারকা। এমনকি তাঁকে পরবর্তী তিন ম্যাচেও সাসপেন্ড করার কথা ভাবা হলেও আপাতত শেষ দুটি ম্যাচে তা কার্যকর হচ্ছে না।
এই প্রসঙ্গে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের নিয়মে আছে যখন কোনও খেলোয়াড়ের ওপর দুই বা তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা জারি হয়, তখন ওই খেলোয়াড়কে পর্যবেক্ষণে রাখা হয়। তখন দেখা হয় আর কোনও শৃঙ্খলা ভঙ্গ করছেন কি না ওই খেলোয়াড়। যদি তিনি সেটি করে থাকেন, তাহলে তাঁর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
তবে রোনাল্ডোর শাস্তি নিয়ে যখন একটা জল্পনা তৈরি হয়েছে, তখন পর্তুগালের পক্ষ থেকে ফিফার কাছে অনুরোধ জানানো হয় যাতে তাঁর শাস্তিটা তুলে নেওয়া হয়। এরপরই গত মঙ্গলবার পর্তুগিজ তারকার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।




