খেলা

নিয়মভঙ্গের অভিযোগে আদালতের নোটিশ বিরাটের পানশালাকে

Court notice to Virat's bar for violating rules

Truth Of Bengal: অস্ট্রেলিয়া সিরিজ চলার মাঝেই ফের সংবাদ শিরোনামে উঠে এলেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তবে মাঠের মধ্যে কোনও বিতর্কে নয়, বেঙ্গালুরুতে বিরাটের যে পানশালা রয়েছে সেই ওয়ান৮ কমিউনের বিরুদ্ধেই এবার নোটিশ পাঠাল আদালত। সংবাধমাধ্যম সূত্রের খবর, অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলেই আদালত ওই পানশালার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। কেননা, বিরাটের এই পানশালাটি নাকি এতদিন নাকি দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই চলছিল। যে কারণে দুই সমজাকর্মী কুনিগাল নরসিংহমূর্তি ও এইচএম ভেঙ্কটেশ এই পানশালার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

প্রসঙ্গত, এই অভিযোগ পাওয়ার পরই বেঙ্গালুরুর মহানগর বিবিএমপিকে নোটিশ জারি করা হয়। গত ২৯ নভেম্বর এই নোটিশ জারি হলেও বিরাটের পানশালার পক্ষ থেকে কোনও মন্তব্য এখন অবধি করা হয়নি।

এই বিষয়ে শান্তিনগর স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বিরাটের এই পানশালাকে আদালতের পক্ষ থেকে সাতদিনের সময়সীমা দেওয়া হয়েছে। যদি তারা এই সময়সীমার মধ্যে উপযুক্ত জবাবদিহি না করতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, বিরাটের এই পানশালাটি হাইটেক নগরীর এমজি রোডের রত্মম অ্যাপার্টমেন্টসের সপ্তম তলায় অবস্থিত। যা চেন্নাস্বামী স্টেডিয়াম থেকে খুব একটা দূরে নয়।

Related Articles