
The Truth Of Bengal: সামনে রয়েছে কোপা আমেরিকা। কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার । সেই প্রীতি ম্যাচ দুটো নিয়ে বেশ টাল বাহানায় পড়েছিল আর্জেন্টিনা । এবার সামনে লা আলবিসেলেস্তারার মুখোমুখি হবে আর্জেন্টিনা আর সেই দলে রাখা হয়েছে মেসিকে পূর্ণ শক্তির দল ঘোষণা করে দেওয়া হয়েছে দলে রয়েছে একাধিক চমক চারজন টিনেজার খেলোয়াড়্ও। রয়েছেন ভ্যালেন্তিন বার্কো , ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্তিন কার্বোনি , আলেহান্দ্রো গারাঞ্চো।
এর আগে নাইজেরিয়ার বিপক্ষে খেলার কথা ছিল আর্জেন্টিনার । যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চিনের মাটিতে । যা বাতিল হয়েছে আগেই। চিনের পরিস্থিতি অনুকূল নয় বলে ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল । আগামী মাসে চিনের হাংঝৌতে মাঠে নামার কথা ছিল এই দুদলের। তার আগেই এই অশনি সংকেত নেমে এসেছিল আর্জেন্টিনার সামনে।
চীনের তরফ থেকে বলা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে, প্রীতি ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ যথাযথ নয়। যে কারণে, ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কোপা আমেরিকার আগে এই প্রীতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানা গিয়েছে তাতে মেসিরা নিজেদেরকে আবারো একবার ঝালিয়ে নিতে পারবে।
FREE ACCESS