
The Truth of Bengal: ২০২৪ এর আইপিএল এর আগে আমূল পরিবর্তন হয়েছে কেকেআর শিবিরে। মেন্টর হিসেবে এবার দেখা যাবে গৌতম গম্ভীর কে। তার পাশাপাশি শ্রেয়সায় আইআর এবার ফিরে এসেছেন । গত বছর চোট আঘাতে কাহিল হওয়ার কারণে তিনি ছিলেন না কেকেআরের অধিনায়কের পদে । গতবার দায়িত্ব সামলেছেন নীতিশ রানা। এবার শ্রেয়স ফিরে আসায় তাকে ফের দায়িত্ব দেওয়া হয়েছে । গৌতম অধিনায়ক ও সহ অধিনায়ক ফিরে আশায় শুভেচ্ছা জানিয়েছেন এক্সে । তিনি এক্সে লিখেছেন নেতারা লড়াইয়ের জন্য তৈরি হও ।
ন’ বছরের ট্রপির খরা কাটাতে মরিয়া শাহরুখ খান। সে কারণেই এবার ভাবনা চিন্তা করে দলে নিয়ে আসা হয়েছে গৌতম গভীর কে। সঙ্গে সম্ভাব্য অংক কষে এবার ফের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার কে । নিতীশের সঙ্গে গৌতমের সম্পর্ক দীর্ঘদিনের। এর আগে দুজনকে একসঙ্গে দেখা গেছে। তাদের মধ্যে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে । এবার তাদের এই একসঙ্গে কাজ করার ফলে জয় আসে কিনা সেদিকেই নজর রয়েছে কেকেআর শিবিরের এবং সমর্থকদেরও ।
গৌতম গম্ভীর এর আগে যখন কেকেআর শিবিরে ছিলেন তখন বেশ কিছু ম্যাচে জিতেছিল কেকেআর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। গৌতম চেষ্টা করবেন কেকেআর কে ট্রফি জেতা তে । এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন গৌতম গম্ভীর। এই সময় ২ বার আইপিএল জিতেছে কেকেআর। প্লে অফে গেছে ৫ বার। গৌতম যেন ঘরে ফিরেছেন । আর ঘরে ফিরে তিনি নিজেও ভীষণ খুশি । গৌতম নীতিশ জুটি একসঙ্গে কাজ করলে যে বেশি ভালো পারফর্ম হবে এবং ট্রফির করা কাটবে তা স্পষ্ট। অধিনায়কদের কে শুভেচ্ছা জানিয়ে দলটাকে মজবুত করার ভাবনা রয়েছে কেকেআর মেন্টরের।