পুরনো চোট নিয়ে ধোঁয়াশা , চিকিৎসার জন্য বিদেশে কেএল রাহুল
Confused about old injury, KL Rahul abroad for treatment

The Truth Of Bengal : ভারতীয় ক্রিকেট টিমে যেন চোটের পর্ব থামছেই না । কিছুদিন আগেই , মহম্মদ শামি তার হাঁটুর অস্ত্রোপচারের কথা তার অনুগামীদের জানান । আর এবার সেই অস্ত্রোপচারের জন্যই লন্ডনে পাড়ি দিলেন কে এল রাহুল ।
সম্প্রতি , রাঁচিতে টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া । ধরমশালা টেস্ট এখন শুধুমাত্র নিয়মরক্ষার । এই সিরিজে ৩-১ ব্যবধানে জিতছে ভারত । ভারতীয় ক্রিকেট টিম কে এল রাহুলকে নিয়ে বেশ চিন্তিত । সূত্রের খবর অনুযায়ী লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন কে এল রাহুল । তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে , ধরমশালায় কি খেলবেন রাহুল ?
দ্বিতীয় টেস্ট ক্রিকেট থেকে চোটের কারণে খেলতে পারছেন না রাহুল। বহুদিন ধরে ডান হাতের কোয়াড্রিসেপ্সের সমস্যায় ভুগছেন তিনি। গতবছর এই কোয়াড্রিসেপ্সের অপারেশনও করা হয় । তবে ডাক্তাররা মনে করছেন , তার হাতের পেশিতে এখনো জড়তা রয়েছে । আর এই জড়তার চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি দিতে হয়েছে রাহুল । উল্লেখ্য , আগামী 22 শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল । আইপিএলের আগে রাহুল পুরোপুরি সুস্থ হবেন কিনা , তা নিয়েও সন্দেহ প্রকাশ করছে ক্রিকেট মহল ।
Free Access