
The Truth Of Bengal : IPL এর ৩৮ তম ম্যাচে নিজের জীবনের এক অন্যতম রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল। IPL এ ১৫৩ টি ম্যাচের ১৫২ তম ম্যাচে IPL এ ২০০ টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। তবে নিজের জীবনে এত বড় সাফল্য পাওয়ার পর জাতীয় দলে তিনি খেলবেন কিনা সেই নিয়েও সংশয়ের মধ্যে রয়েছেন চাহাল।
পার্থিব প্যাটেলের প্রশ্নের এক উত্তর দেওয়ার সময় তাকে বলতে শোনা যায়, “যেটা আমার হাতে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমি পারফর্ম করতে পারি। সমর্থকরা আমাকে জাতীয় দলে দেখতে চান, আমি যদি খেলতে পারি তাহলে তো খুশি হব।”২০১৩ সাল থেকে IPL এ নিজের যাত্রা শুরু করে নিজের দলকে একের পর এক সাফল্য উপহার দিয়েছেন তিনি।
২০১৪ সালের ১৪ ম্যাচ খেলে বারোটি উইকেট নেওয়ার পর, একের পর এক সফলতা অর্জন করেছেন তিনি। ২০২২ সালে সর্বোচ্চ উইকেটের অধিকারীর খেতাবও পেয়েছিলেন তিনি। বর্তমানে আইপিএলে তার ইকোনমি ৭.৬৯ এবং গড় ২১.৩৯। তবে এতকিছুর পরও জাতীয় দলে নিজের জায়গা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি। তবে ২২ গজের মাঠে ভক্তরা আবারও দেখতে চায় চাহালকে।