খেলা

আজ থেকে শুরু হচ্ছে কলকাতা কলকাতা লিগ! জেনে নিন সময়সূচি

CFL Kolkata

The Truth of Bengal: ২৫ জুন থেকে শুরু হতে চলেছে কলকাতা লিগ। বাংলার ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে সূচি বের হয়েছে। ২০২৩ কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডায়মন্ডহারবার এফসি। কিশোর ভারতী স্টেডিয়ামে  হবে এই ম্যাচ। বিপক্ষ দল সাদার্ন সমিতি। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান, তিন দলের প্রথমে মাঠে নামছে মোহনবাগান।

৫ জুলাই প্রথম ম্যাচ রয়েছে। নৈহাটির স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে সেই ম্যাচ। পরের দিন ৬ জুলাই মাঠে নামবে মহমেডান। নিজেদের মাঠে তারা খেলবে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। দুপুর সাড়ে ৩টে থেকে শুরু সেই ম্যাচ। অপরদিকে ১০ জুলাই নামছে ইস্টবেঙ্গল, বিপক্ষে পশ্চিমবঙ্গ পুলিশ । ইস্টবেঙ্গল মাঠে ম্যাচ  শুরু দুপুর সাড়ে ৩টে থেকে। ২৮ জুন তিনটি ম্যাচ রয়েছ কল্যাণী স্টেডিয়ামে।

মুখোমুখি হবে পিয়ারলেস ও ক্যালকাটা ফুটবল ক্লাব। এদিকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালিঘাট বনাম এফসিআই। অপরদিকে ডালহৌসি ক্লাব নামছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ব্যারাকপুর স্টেডিয়ামে খেলতে নামবে। ১২ জুলাই ঘরের মাঠে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিপক্ষে নামবে মহমেডান স্পোর্টিং ক্লাব ।

Related Articles