ইয়ামলের অনুপস্থিতিতে তিন ম্যাচেই পয়েন্ট নষ্ট কাতালানদের
Catalans lose points in three matches in Yamal's absence

Truth Of Bengal: চোটের কবলে পড়ে তিনি এখন দলের বাইরে। পর পর তিন ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেননি তরুণ উইঙ্গার লামিনে ইয়ামল। আর আশ্চর্যের বিষয় এই তিন ম্যাচেই জয়হীন থাকতে হল হ্যান্সি ফ্লিকের দল। প্রথম দুটি ম্যাচে হারের মুখ দেখলেও ইয়ামলহীন তৃতীয় ম্যাচে জয় না পেলেও এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বার্সাকে।
শনিবার বালাইডস স্টেডিয়ামে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে কাতালানরা মুখোমুখি হয়েছিল সেল্টা ভিগোর। ম্যাচের ১৫ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দিয়েছিলেন রাফিনা। এরপর প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি।
বিরতি থেকে ফিরে ফের গোলের মুখ দেখল বার্সা। এবার ক্যাম্প ন্যুর দলটির হয়ে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। কিন্তু কপাল খারাপ বার্সার। দু গোলে এগিয়ে থাকার পরও সেই ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পেয়ে এক পয়েন্টই সন্তুষ্ট থাকতে হল বার্সাকে।
ম্যাচের ৮২ মিনিটে প্রতিপক্ষ সেল্টার মিডিও ইলাইক্স মোরিবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার খেলোয়াড় কাসাডো। এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়ে ম্যাচের সমতায় ফেরে সেল্টা ভিগো।
সেল্টার হয়ে ৮৪ মিনিটে প্রথম গোল করেন আলফানসো গঞ্জালেজ। এর দু মিনিট যেতে না যেতেই আবার বার্সার জাল কাঁপিয়ে দেন হুগো আলভারেজ। দু গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সেই ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পেয়ে যথেষ্ট হতাশ বার্সার কোচ। সাংবাদিকদের তিনি বলেন, ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে কাসাডোর লাল কার্ড দেখে মাঠ ছাড়াটা আমাদের কাছে টার্নিং পয়েন্ট হয়ে গেল।
ম্যাচ ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল হ্যান্সি ফ্লিকের দল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবং দু ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।