খেলা

‘ অদ্ভুত টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে ভারতের খেলা নিয়ে খোঁচা বাটলারের

Buttler's take on India's performance in Dubai in 'strange tournament' Champions Trophy

Truth Of Bengal :  চ্যাম্পিয়ন্স ট্রফি চলার মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তাঁর আক্রমণের মূল লক্ষ্যই হল টিম ইন্ডিয়া। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে না গিয়ে দুবাইয়ে খেলছে। কাজেই ভারতের দুবাইয়ে খেলা নিয়ে এর আগে প্রতিবেশী বাংলাদেশ প্রশ্ন তুললেও এবার ভারতকে টার্গেট করলেন জস বাটলার। তাঁর মতে ভারত এই টুর্নামেন্ট থেকে ‘অতিরিক্ত সুবিদা আদায় করছে।’

উল্লেখ্য, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে ভেস্তে যায় বি গ্রুপে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। এর ফলে বুধবারের ইংল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচটি দুই দলের কাছেই ডু অর ডাই ম্যাচ হয়ে দাঁড়ায়। কেননা পরবর্তী রাউন্ডে যেতে গেল এই ম্যাচ থেকে দুটি দলের কাছেই জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই।

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই বাটলার সাংবাদিকদের বলেন, ‘এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি একটা অদ্ভুত টুর্নামেন্টে পরিণত হয়েছে। কেউ পাকিস্তানে খেলছে, আবার কোনও দেশ একাই দুবাইতে খেলছে। তবে এই বিষয়টা নিয়ে আমরা ভাবিত নই।’ কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, বাটলার ব-কলমে ভারতকেই খোঁচা দেওয়ার জন্য এইরকম উক্তি করেছেন।

প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলবে না বলে আগেই আইসিসি এবং পিসিবিকে জানিয়ে দিয়েছিল ভারত। পাক ভূমিতে গিয়ে ভারতের না খেলার অন্যতম কারণই ছিল ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়। অবশ্য তা নিয়ে বেশ জলঘোলাও হয়। অবশেষে আইসিসির হস্তক্ষেপে বিষয়টির নিস্পত্তি হয়।

আয়োজক দেশ হিসাবে পাকিস্তান মেনে নেয় ভারতের হাইব্রিড মডেল পদ্ধতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে না খেলার জন্য বিসিসিআই জানিয়ে আসছিল এবং তখন কেন অংশগ্রহণকারী দেশগুলি নীরবতা পালন করেছিল?

Related Articles