খেলা

সিএবি-র টি-টোয়েন্টি আন্তঃজেলা চ্যাম্পিয়ন বর্ধমান

Burdwan is the CAB's T20 inter-district champion

Truth Of Bengal: সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বর্ধমান ব্লজ দল। ১৮০ রানে বর্ধমান ব্লুজ দল হারাল নদিয়া সুপার ডাজলার দলকে। বর্ধমান দলের হয়ে অনবদ্য ব্যাটিং করেন নিখিল সিনহা। মূলত তাঁর ব্যাটিংয়ের কাঁধে ভর করেই বড় রানে নিজেদর জয় নিশ্চিত করে বর্ধমান।

নিখিলের ব্যাট থেকে আসে অনবদ্য ১৩৪ রান। মাত্র ৬৮টি বল খেলে এই রান করেন বর্ধমান দলের এই তরুণ ব্যাটসম্যান। তাঁর অনবদ্য শতরানে ছিল ১৯টি চার এবং ৪টি ছয়।

ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে বর্ধমান ব্লুজ দল ৪ উইকেট হারিয়ে ১৯ ওভারে সংগ্রহ করে ২৪৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে নয় উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৬৬ রান।

নিখিল ছাড়াও বর্ধমান দলের হয়ে ৬৪ রান করে অপরাজিত থাকেন মোহিত রায়। এবং বল হাতে দূরন্ত বল করেন সুমন দাস, আজাজ আনসারি এবং আবির চট্টোপাধ্যায়। সুমন ১৫ রানের বিনিময়ে ২টি, আজাজ ২০ রানে ৩টি এবং আবির ৭ রানে ২টি উইকেট ঝুলিতে পোড়েন। ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়, নরেশ ওঝা সহ অন্যান্য কর্তারা।

Related Articles