খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার অনুপস্থিতি ট্রফি জয় কঠিন হবে ভারতের: শাস্ত্রী

Bumrah's absence in Champions Trophy will make it difficult for India to win the trophy: Shastri

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বেশিদিন বাকি নেই। কিন্তু সেই টুর্নামেন্টে যশপ্রীত বুমরা যদি না খেলতে পারেন তাহলে তা রোহিত ব্রিগেডের কাছে একটা বড় ধাক্কা। শুধু তাই নয় ভারতের ট্রফি জয়ের আশাও ৩০ শতাংশ কমে যাবে বলে মন্তব্য করেছেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় ও কোচ রবি শাস্ত্রী।

এই প্রসঙ্গে শাস্ত্রী আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকাটা টিম ইন্ডিয়ার কাছে কত বড় ধাক্কা সেটা টুর্নামেন্ট শুরুর সময়ই বোঝা যাবে। বুমরা থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে থাকত। ওঁর না থাকাটা ভারতকে অনেকটাই পিছিয়ে দেবে। ম্যাচের গুরুত্বপূর্ণ ওভারগুলিতে বুমরার অভাব আরও বেশি করে বোঝা যাবে।’

প্রসঙ্গত, বর্ডার-গাভাসকর ট্রফি শেষ ম্যাচে বুমরার চোটের সমস্যায় কারণে মাঠে নামতে পারেননি। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরাকে দলে রাখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বুমরারও এই সিরিজে খেলা অনিশ্চিত হয়ে পড়ে। ফলে তড়িঘড়ি নাগপুরে দলে ডেকে নেওয়া হয় বরুণ চক্রবর্তীকে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে ছাড়াই ভারতকে মাঠে নামতে হবে।

উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির আগে বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। সেই টুর্নামেন্টে ১৫টি উইকেট ঝুলিতে পুড়ে দ্বিতীয় যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় নিজের নাম তুলেছিলেন। এবং তারপর বর্ডার-গাভাসকর ট্রফিতে ৫ টেস্টের ম্যাচে ৭১টি উইকেট নিয়েছিলেন। কাজেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বুমরাকে না পাওয়া যায়, তাহলে ভারতীয় শিবিরেও একটা বড় ধাক্কা।

Related Articles