খেলা

বুমরা-যশস্বীর অনুপস্থিতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমস্যায় ফেলতে পারে ভারতকে

Bumrah-Yashaswi's absence could pose problems for India in Champions Trophy

Truth Of Bengal: ইন্দুভূষণ রায়, প্রাক্তন ক্রিকেটার: বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অন্যতম ফেভারিট দলের মধ্যে একটি। এই টুর্নামেন্টের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের একদিনের সিরিজের সবকটি ম্যাচই জিতেছে ভারত। এই আত্মবিশ্বাসটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই কাজে লাগবে রোহিত-বিরাট-শামিদের কাছে।

আমার মতে এই দলটায় অবশ্যই যদি বুমরা থাকত, তাহলে এক কথায় বলা যেত ভারতের পেস বোলিং লাইনআপও যে কোনও দলের ব্যাটারদের ঘুম কেড়ে নিতে সক্ষম হবে। কেননা, মহম্মদ শামি এবং বুমরা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলারদের মধ্যে অন্যতম। একের পর এক ম্যাচে বুমরা তা দেখিয়েও দিয়েছে কেন তাঁকে বিশ্বের সেরা বোলার বলা হয়। কিন্তু কপাল খারাপ আমাদের, বুমরাকে আমরা চোটের জন্য এই টুর্নামেন্টে পাব না।

বুমরা না থাকায় পেস বোলিংয়ের পুরো দায়িত্বটা থাকবে শামির ওপর। শামি অভিজ্ঞ খেলোয়াড়। ও দীর্ঘদিন ধরে সব ফর্ম্যাটের ক্রিকেট জাতীয় দলের হয়ে খেলেছে। কাজেই শামিকে আমি যথেষ্টই আশাবাদী। আর দুবাইয়ে এই টুর্নামেন্টের সব ম্যাচ খেলবে ভারত। আমার আশা দুবাইয়ের পিচে যদি শামি লাইন লেংথ ঠিক করে বোলিং করতে পারে, তবে আমার মনে শামিকে পুরনো ছন্দেই দেখতে পাব।

রোহিতদের দলে স্পিনার হিসাবে অবশ্যই রবীন্দ্র জাদেজা এবং অক্ষর দলে থাকবে। কেননা জাড্ডু শুধু স্পিনারই নন, ব্যাটিং, বোলিং সবটাই করতে পারে। সুতরাং জাদেজাকেই হয়তো প্রথম একাদশে রাখবেন গম্ভীররা। আর দ্বিতীয় স্পিনার হিসাবে অক্ষর ভাল বল করছেন, কাজেই ওঁর থাকার সম্ভাবনাই বেশি।

এবার আসছি ব্যাটিং লাইনআপে। ভারতীয় দলের এই ব্যাটিং লাইনআপে আমার মনে হয় নির্বাচকরা যশস্বীকে প্রথম থেকেই দলে রাখতে পারতেন। তাহলে ভারতের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হত। কেননা, আমার যশস্বী একজন বাঁ হাতি ব্যাটার। কেন যশস্বীকে বাদ দেওয়া হল আমার বোধগম্য হল না। যেহেতু উইকেটরক্ষক হিসাবে রাহুলকেই গম্ভীরের বেশি পছন্দ, তাই পন্থকে হয়তো মাঠের বাইরেই থাকতে হবে। সেক্ষেত্রে যশস্বীকে দরকার ছিল। বাকি ব্যাটার হিসাবে যাঁদের নেওয়া হয়েছে তাঁরা যথেষ্ট অভিজ্ঞ। আশাকরি তাঁরা সাফল্য পাবেন।

Related Articles