খেলা

রাঁচি টেস্টে বিশ্রাম পেলেন বুমরা

Bumrah 

The Truth of Bengal: রাজকোট টেস্টের পর হয়তো বিশ্রাম নেবেন বুমরা। এই খবর রটেছিল। তাতে এবার সিলমোহর দিল বিসিসিআই। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টে। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে বেশ বদলের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সিরিজ ২-১ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। মধ্যে বিসিসিআইয়ের তরফে এক্সে জানানো  হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে বিশ্রাম দেওয়া হলো। ক্রিকেটারের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বুমরা অনেক ম্যাচ খেলেছেন তাই তাকে এবার রেস্ট দেওয়া হল। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে kl রাহুল এই ম্যাচের জন্য ফিট হতে পারেননি।মনে করা হয়েছিল ফিটনেস সমস্যা কাটিয়ে রাঁচিতে ফিরতে চলেছেন কেএল রাহুল। কারণ দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এই টেস্টে নেই কেএল রাহুল।

এর পর  সিরিজের শেষ টেস্টে তার অংশগ্রহণ ফিটনেস এর ওপর নির্ভরশীল। উল্লেখ্য, রাহুল  চোটের জন্য দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলতে পারেনি। ধর্মশালায় শেষ টেস্ট অংশগ্রহণ ফিটনেস এর উপর নির্ভর করবে বলেই মনে করা হচ্ছে। মুকেশ তৃতীয় টেস্টে দলের বাইরে ছিলেন। তবে খেলা চালিয়েছিলেন। বাংলার হয়ে রঞ্জি খেলেছিলেন। তবে এবার চতুর্থ টেস্টে তিনি ফের একবার জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলেই খবর।

Related Articles