হাসপাতাল থেকে সাজঘরে ফিরে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিলেন বুমরা
Bumrah relieved the team management after returning from the hospital

Truth Of Bengal: চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফিতে দূরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। কিন্তু সিডনি টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির পরই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। অবশ্য তা বেশিক্ষণের জন্য নয়। অল্প কিছুক্ষণ হাসপাতালে কাটিয়েই তিনি ফিরে আসেন সিডনির ড্রেসিংরুমে। বুমরাকে সাজঘরে ফিরতে দেখে স্বাভাবিকভাবেই খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
কেন বুমরাকে ম্যাচের মাঝেই হাসপাতালে নিয়ে যাওয়া হল, তার কারণ স্পষ্ট করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিশেষ সূত্রের খবর, বুমরার পিঠের ব্যথার জায়গায় স্ক্যান করার জন্যই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং স্ক্যান হওয়ার পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, বুমরার চোট কতটা গুরুতর, তা জানা যাবে স্ক্যান রিপোর্ট আসার পরই। শনিবার বিকেলের মধ্যেই স্ক্যানের রিপোর্ট বোর্ডের চিকিৎসকদের হাতে পৌঁছনোর কথা রয়েছে। তারপরই জানা যাবে ভারতীয় পেসারের চোট কতটা গুরুতর। তবে ক্রিকে বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু বুমরা ড্রেসিংরুম থেকে পায়ে সিঁড়ি দিয়ে নেমে নিজে হেঁটেই গাড়িতে ওঠেন, সেই কারণে তাঁর চোট খুব একটা গুরুতর নাও হতে পারে। তবে সমস্যা কিছু একটা হচ্ছিল, সেই কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
প্রসঙ্গত, বুমরা চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফিতে মোট এখন অবধি মোট ৩২টি উইকেট ঝুলিতে পুড়েছেন। সিরিজের প্রথম থেকেই বল হাতে তিনি হয়ে উঠেছিলেন দূরন্ত। ভারতীয় পেস বোলিংয়ের নেতৃত্বও ছিল মূলত তাঁরই কাঁধে। ফলে চাপ তো ছিলই তাঁর ওপর। প্রয়োজনের থেকে অনেক সময় অতিরিক্ত ওভার বলও করতে হয়েছে বুমরাকে। ফলে সেই কারণেই বুমরার পিঠের ব্যথা আবার মাথাচাড়া দিচ্ছে কি না তা নিয়েই চিন্তিত ক্রিকেটপ্রেমীরা।