খেলা

অশ্বিন ছাড়িয়ে সিডিনিতে নতুন নজিরের লক্ষ্যে বুমরা

Bumrah aims for new precedent in Sydney beyond Ashwin

Truth Of Bengal: যশপ্রীত বুমরা। এই মুহূর্তে ভারতীয় বোলারদের মধ্যে অন্যতম সেরা বোলার। পাশাপাশি বিশ্বের সেরা তালিকাতেও রয়েছেন তিনি। সেই বুমরাই চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টের আগে নতুন নজির গড়লেন। ভারতীয় বোলারদের মধ্যে রেটিং তালিকায় সবার উপরে উঠে এলেন মেন-ইন-ব্লুজদের অন্যতম এই পেসার। বর্তমানে বুমরার রেটিং পয়েন্ট হল ৯০৭। যা এর আগে কোনও ভারতীয় বোলারই অর্জন করতে পারেননি।

প্রসঙ্গত, মেলবোর্ন টেস্টের আগে বুমরার পয়েন্ট সংখ্যা ছিল ৯০৪। সেই সময় বুমরার সঙ্গে একই পয়েন্টের অধিকারী ছিলেন সদ্য ক্রিকেটকে আলবিদা জানানো ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট ঝুলিতে পোড়েন। তারপরই নিজের রেটিং পয়েন্ট অশ্বিনকে পিছনে ফেলে দিলেন বুম বুম বুমরা।

উল্লেখ্য, এখন অবধি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বোলিং রেটিংয়ের ক্ষেত্রে সর্বাধিক পয়েন্ট পেয়েছেন ইংল্যান্ডের পেসার সিডনি বার্নস। তাঁর সংগ্রহ ছিল ৯৩২ পয়েন্ট। তারপরই ৯৩১ পয়েন্ট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জর্জ লেম্যান। এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর সংগ্রহ ৯২২। এবং চতুর্থ স্থানে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। শ্রীলঙ্কার এই পেসারের ঝুলিতে রয়েছ ৯২০টি উইকেট।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বুমরা বর্তমানে যে ছন্দে রয়েছেন সেটা যদি তিনি ধরে রাখতে পারেন, তাহলে আইসিসির এই বোলিং রেটিংয়ের তালিকায় প্রথম স্থানে উঠে আসা বুমরার পক্ষে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।

Related Articles