
The Truth of Bengal: তিনি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ কিন্তু তার বেড়ে ওঠাটা একেবারেই মসৃণ ছিল না । সেই বিষয়ে এক সাক্ষাৎকারে বুমরা জানিয়েছেন ছোট বয়সেই বাবাকে হারিয়ে লড়াইটা আরো কঠিন হয়ে ওঠে । বোনকে নিয়ে সংসার সমুদ্রের দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হয়েছে। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোট থেকে । তখন থেকেই ইচ্ছে যে দলের হয়ে খেলবেন, সেটাও পূরণ হয়েছে।
অভাবের সংসারে কীভাবে সম্ভব তা স্পষ্ট বুঝতে না পারলেও ছোটবেলা থেকে লক্ষ্য স্থির ছিল। সে কারণে আজ এ জায়গায় পৌঁছতে পেরেছেন বলে উল্লেখ করেছেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা সেই ছোট থেকে। বুমরার মা সেই ভালোবাসাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। বুমরা মায়ের অবদান কখনো ভোলা সম্ভব নয় বলে উল্লেখ করেছেন জসপ্রীত। লড়াইটা ছিল তার ঘরে বাইরে, ঘরে অভাব অনটন আর খেলার দুনিয়ায় স্বপ্ন পূরণ করেন তা সাফল্য করতে পেরেছেন।
তিনি জানিয়েছেন যখন আইপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন সে সময় তার মা কান্না ধরে রাখতে পারেনি কারণ সফলতার সাথে যেন পদার্পণ করেছেন তিনি। এখন জাস্ট পিক দেশের যেকোনো ব্যাটিং লাইনআপের কাছে ত্রাস হয়ে উঠেছে। এখন তিনি নতুন প্রজন্মের কাছে যথেষ্ট অনুপ্রেরণা। তাকে দেখে অনেক ক্রিকেটার হয়ে উঠতে চান ভালো একজন খেলোয়াড়।