আর্জেন্টিনার কাছে হাফডজন গোল খাওয়া ব্রাজিলই জিতল খেতাব
Brazil won the title after conceding half a dozen goals to Argentina

Truth Of Bengal: অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এমনই ঘটনা ঘটিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন্স খেতাব জয় করে নিল সেলেকাওরা। এই নিয়ে দ্বিতীয়বার খেতাব জয় করল ব্রাজিল। অথচ টুর্নামেন্টের শুরুটা একদমই ভাল হয়নি ব্রাজিলের।
প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে একটা বা দুটো গোলে নয়, তাদের হারতে হয়েছিল হাফডজন গোলে। তাই অনেকেই ব্রাজিলের পক্ষে খেতাব জয় একেবারেই অস্বাভাবিক মনে করেছিলেন। কিন্তু তাঁদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করলেন ব্রাজিলের জুনিয়র ফুটবলাররা।
চূড়ান্ত পর্বের প্রথম চার ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের পয়েন্ট ছিল ১০। কাজেই শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচ অবধি প্রতীক্ষা করতেই হত। রবিবার রাতে ভেনেজুয়েলার জোসে অ্যান্তেনিও স্টেডিয়ামে প্রথম ব্রাজিলের প্রতিপক্ষ ছিল চিলি। সেই ম্যাচে চিলিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল।
একই স্টেডিয়ামে অপর ম্যাচেই ঘটল অঘটন। প্যারাগুয়ে ৩-২ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনাকে। সঙ্গে সঙ্গে খেতাব জয় করে ফেললো ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের হয়ে স্কোরশিটে নাম তোলেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো ও রিকার্ডো ম্যাথিয়াস।