আনসেলত্তি না এলে, প্ল্যান বি-ও তৈরি ব্রাজিলের
Brazil has a plan B ready if Ancelotti doesn't arrive

Truth Of Bengal: ২০২৬-র বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা গ্রুপের কোয়ালিফাইং ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। এরপরই সেলেকাওদের কোচের পদ থেকে দরিভালকে সরানোর জরালো দাবি উঠতে শুরু করে। সূত্রের খবর, দরিভালের বিদায় এখন শুধু নাকি সময়ের অপেক্ষা। এবং তাঁর বদলি হিসাবে যাঁর আসার সম্ভাবনা প্রবল রয়েছে তিনি হলেন বর্তমান রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি।
কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। কেননা সেলেকাওদের চিন্তায় রাখছে, আগের বারের ঘটনা। কেননা সেবার আনসেলত্তির ব্রাজিলের কোচ হওয়া প্রায় নিশ্চিত থাকলেও, শেষ মুহূর্তে রিয়াল তাঁর চুক্তি নবীকরণ করে আটকে দেয় তাঁকে। ফলে আনসেলত্তির জায়গায় বসেন দরিভাল।
এবার সেই কথা মাথয় রেখে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারা প্ল্যান বি-ও তৈরি রাখছেন বলে জানা গিয়েছে। সেই তালিকায় আনসেলত্তির পরের নামটা হচ্ছে জর্জ জেসুস। কেননা ব্রাজিল কর্তারা মনে করছেন যে, আনসেলত্তির পর যেহেতু জেসুসের ব্রাজিল ফুটবল সম্বন্ধে ধারণা রয়েছে, কাজেই একান্ত আনসেলত্তি না পারলে জেসুসকে দায়িত্ব দেওয়া যেতেই পারে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রিয়ালের সঙ্গে আনসেলত্তির চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। যা ব্রাজিল দলের দায়িত্ব নেওয়াটা তাঁর পক্ষে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। অপরদিকে আল হিলালের কোচের সঙ্গে এবারই চুক্তি শেষ হচ্ছে সৌদির ক্লাবটির। ফলে তাঁর দায়িত্ব নিতে খুব একটা অসুবিধা নেই। কিন্তু তাঁর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে নেইমারের সঙ্গে মতবিরোধ। এখন দেখা যাক, শেষপর্যন্ত ব্রাজিলের হট সিটে কে বসেন, তা সময়ই বলবে।