খেলা

বোথামকে স্পর্শ করলেন ক্রিস, উইকেট শিকারির তালিকায় শীর্ষে যুগ্মভাবে বোথাম ও ক্রিস

Botham and chris

The Truth of Bengal: অবশেষে জয় পেল ইংল্যান্ড। আর সেই জয়ে বিশ্বকাপের মঞ্চে মাইলস্টোন স্পর্শ করলেন ক্রিস ওকস । নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬০ রানে এদিন জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে তাঁদের দ্বিতীয় জয় ছিল এটি। সেই ম্যাচেই ইংল্যান্ডের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন।

এখন সেই তালিকায় শীর্ষে বোথামের সঙ্গে যুগ্মভাবে রয়েছেন ওকস । দুজনের ঝুলিতেই ৩০ উইকেট এই মুহূর্তে। অর্থ্যাৎ শীর্ষে রয়েছেন ক্রিস ও বোথাম। এছাড়াও তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিল ডিফ্রেইটস। তিনি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের জার্সিতে ২৯ উইকেট নিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ টেস্ট স্পেশালিস্ট বোলার জিমি অ্যান্ডারসন।

তিনি ২০১৫ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিলেন। ২০০৩ থেকে ২০১৫ পর্যন্ত বিশ্বকাপ খেলে মোট ২৭ উইকেট নিয়েছেন। স্পিনার আদিল রাশিদ ও পেসার মার্ক উড ২৪টি করে উইকেট নিয়েছেন বিশ্বকাপের মঞ্চে। সবমিলিয়ে বিশ্বকাপের মঞ্চে যেভাবে মাইলস্টোন ছুঁয়ে রেকর্ড গড়লেন ক্রিস ওকস তা সত্যিই প্রশংসনীয়।

Free Access

Related Articles